তামিমের অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতল মোহামেডান

তামিমের অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতল মোহামেডান
তামিমের অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতল মোহামেডান
তামিম ইকবালের সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১১ চার ও ৫ ছয়ে মোহামেডানের জয়ের নায়ক তামিম ইকবাল।
রবিবার ঢাকা প্রিমিয়ার ভিডিশন ক্রিকেট লিগে বিকেএসপিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে পারটেক্স স্পোর্টিং ক্লাব। তাইজুল ইসলাম, নাসুম আহমেদের স্পিং অ্যাটাকে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দুই ওপেনার জয়রাজ শেখ (৩৮) এবং রুবেল মিয়াকে (২৪) প্যাভিলিয়নের পথ দেখান নাসুম আহমেদ।
৮৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখে আহরার আমিন। তাছাড়া জাওয়াদ রোয়েন করেন ৪২ রান। ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। মোহামেডানের হয়ে ৪ টি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম, ৩ টি পান নাসুম আহমেদ।
লক্ষ্য তাড়া করতে নেমে মোহোর শেখের বলে শুরুতেই ফিরে যান রনি তালুকদার। তারপর ৩২ বলে ৬ রানের দৃষ্টিকটু ইনিংস খেলে ফেরেন মাহিদুল ইসলাম অংকন। তাওহীদ হৃদয়ের সাথে জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম ইকবাল। ব্যাক্তিগত ৩৭ রানে হৃদয় ফিরলে মুশফিককে নিয়ে বাকি কাজটা শেষ করেন তামিম
এরমধ্যেই শতক তুলে নেন তামিম৷ ১১২ বলে খেলেন ১২৫ রানের অপরাজিত ইনিংস। ৩ উইকেট হারিয়ে মোহামেডান জয়ের স্বাদ পায় মাত্র ৪০.২ ওভারে। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৩৫ রানে।