১২৫ বলে ১৭৬; নাইম শেখ কি আবার নিজেকে খুঁজে পেতে শুরু করেছেন?

১২৫ বলে ১৭৬; নাইম শেখ কি আবার নিজেকে খুঁজে পেতে শুরু করেছেন?
১২৫ বলে ১৭৬; নাইম শেখ কি আবার নিজেকে খুঁজে পেতে শুরু করেছেন?
দেশের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথম ক্লাব হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে চারশো ছাড়িয়ে ৪২২ রান করার গৌরব এখন শুধুই প্রাইম ব্যাংকের। বিপিএলের ফর্ম ডিপিএলেও ধরে রেখেছেন মোহাম্মদ নাইম শেখ। ১৮ চার ও ৮ ছক্কায় ১২৫ বলে নাইমের ব্যাট থেকে আসে ১৭৬ রান। কিপটে মিরপুরের উইকেটও নাইমের কল্যাণে এদিন ভাসে রান বন্যায়। দেখালেন ব্যাটিং দাপটের দুর্দান্ত প্রদর্শনী।
বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে এর আগের সর্বোচ্চ দলীয় রান ৩৯৩ করেছিল আবাহনী লিমিটেডে। আজ নাইম শেখ, সাব্বির হোসেনদের ব্যাটে লেখা হতে গেছে নতুন ইতিহাস। ৪৩টি চার আর ১৭ ছক্কায় ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড এখন প্রাইম ব্যাংকের। বিধ্বংসী ব্যাটিংয়ে চার-ছক্কার ফুল দিয়ে সেঞ্চুরির মালা গাঁথা নাইম অবশ্য ডাবলের আক্ষেপ করতেই পারেন। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে লিষ্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির সুযোগ থাকলেও সেটা করতে পারেননি ৮২ বলে সেঞ্চুরি করা নাইম।
সবাইকে অবাক করে মিরপুর শের-ই-বাংলার উইকেটে রানের বন্যা। ৫০ ওভারে প্রাইম ব্যাংকের রান হয় ৮ উইকেটে ৪২২। এক নাইম শেখ একাই খেললেন ১৭৬ রানের রেকর্ড ইনিংস। ওপেন করতে নেমে নাইম আউট হয়ে ফেরেন ৩৯ তম ওভারে। এরমাঝেই দলের সংগ্রহ ছাড়িয়ে দিয়ে যান তিনশো। ১২৫ বল খেলা নাইম প্যাভিলিয়নে ফিরে যান নামের পাশে ১৭৬ রান নিয়ে। ১৮ চার, ৮ ছক্কায় সাজান অতিমানবীয় এই ইনিংস।
নাইম শেখ কি আবার নিজেকে খুঁজে পেতে শুরু করেছেন? গেল এনসিএল থেকে শুরু করে বিপিএলেও অম্ল-মধুর একটা সময় কাটান বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ। এক সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ (৩১৬) এবং বিপিএলেও করেন সর্বোচ্চ (৫১১) রান।
বিপিএলে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া নাইমের ব্যাট আলো ছড়াচ্ছে ৫০ ওভারের ডিপিএলেও। লিস্ট 'এ' ক্রিকেটে আজকের ১৭৬ রানের ইনিংসটিই নাইম শেখের ক্যারিয়ার সেরা। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগে ব্যাটিং করে হাত খুলে খেলার সুবিধাটা কাজে লাগিয়েছেন নাইম।