Image

ব্রাইডন কার্সের পরিবর্তে সানরাইজার্স হায়দ্রাবাদে উইয়ান মুল্ডার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ব্রাইডন কার্সের পরিবর্তে সানরাইজার্স হায়দ্রাবাদে উইয়ান মুল্ডার

ব্রাইডন কার্সের পরিবর্তে সানরাইজার্স হায়দ্রাবাদে উইয়ান মুল্ডার

ব্রাইডন কার্সের পরিবর্তে সানরাইজার্স হায়দ্রাবাদে উইয়ান মুল্ডার

২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তনের ঘোষণা দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলটি ইংলিশ তারকা ব্রাইডন কার্সের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুলডারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।

কার্স চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, যার ফলে তার বদলি হিসেবে মুলডারকে নেওয়া হয়েছে। ৭৫ লাখ রুপিতে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।

২৭ বছর বয়সী এই প্রোটিয়া অলরাউন্ডার এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক, ১৮টি টেস্ট এবং ২৫টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৬০টি উইকেট এবং ব্যাট হাতে ৯৭০ রান।

মুলডারের অন্তর্ভুক্তি সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডে বাড়তি ভারসাম্য আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ তিনি একজন কার্যকরী মিডিয়াম পেসার এবং পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three