শামীমের প্রশংসা অধিনায়ক মোহাম্মদ মিঠুনের প্রেসজুড়ে
শামীমের প্রশংসা অধিনায়ক মোহাম্মদ মিঠুনের প্রেসজুড়ে
শামীমের প্রশংসা অধিনায়ক মোহাম্মদ মিঠুনের প্রেসজুড়ে
এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রায় প্রতি ম্যাচেই শেষের দিকে দ্রুত রান তুলে দলকে বড় সংগ্রহ এনে দেন। প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও ঘটেনি এর ব্যাতিক্রম। দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করে ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেন শামীম। তবে দলগত খেলায় পরাজিত হতে হয়েছে শামীমের ব্যক্তিগত ইনিংস। ফরচুন বরিশালের কাছে চিটাগং কিংস হেরেছে ৯ উইকেটে।
চিটাগংয়ের হয়ে দুই অংকের রান করেছেন কেবল দুই জন। শামীম এবং পারভেজ পারভেজ হোসেন ইমন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই দুই ব্যাটারের প্রশংসা অন্য ব্যাটারদের ব্যর্থতা মেনে নিয়ে দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন,
"ভুলে গেলে চলবে না আমাদের কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছে শামীম। অবশ্যই একটা ম্যাচ যখন চলে মোমেন্টাম শিফট হতে থাকে। প্রথমে মোমেন্টাম হারিয়েছি পরে ইমন শামীম সেটা ব্যাক করেছে। প্রথমে এত বেশি উইকেট হারিয়ে ফেলেছি জুটি হওয়ার পরেও তা যথেষ্ট ছিল না। আমি যা মনে করি। আমরা আসলে একজনের উপরে এত বেশি নির্ভরশীল হতে চাই না। টুর্নামেন্টজুড়ে আমরা দল হিসেবে খেলেছি। সবাই টুকটাক অবদান রাখছে। ব্যাটাররা আজকে তাদের ভূমিকা পালন করতে পারেনি। একইসাথে বোলিংয়েও আমরা আপ টু দ্যা মার্ক ছিলাম না।"
বরিশালকে মাত্র ১৫০ রান টার্গেট দিয়েও শেষ পর্যন্ত লড়ে যাওয়ার পরিকল্পনা ছিলো চিটাগাংয়ের জানালেন অধিনায়ক, "খেলার শেষ রান পর্যন্ত আমার এটা মনে হয়নি। আমি মনে করতে চাই না আসলে। বোলিংয়ে নামার সময়ে আমাদের সবার মধ্যে কমিটমেন্ট ছিল শেষ বল পর্যন্ত চেষ্টা করে যাব। অবশ্যই বরিশাল অনেক শক্তিশালী দল। এমন দলের বিপক্ষে জিততে আমাদের সেরা খেলাটা খেলতে হবে, শেষ ম্যাচে যেমন খেলেছিলাম।"
বরিশালের বিপক্ষে হারলেও এখনো চিটাগাংয়ের সামনে সুযোগ থাকছে ফাইনালে যাওয়ার। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারাতে পারলেই মিলবে ফাইনালের টিকেট। অন্য দল গুলো যেখানে শেষ মুহুর্তে বিদেশি খেলোয়াড় সাইনিং করিয়ে দলের শক্তিশালী বাড়াচ্ছে চিটাগাং ও সেই একই পথ বেছে নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে মিঠুন বলেন,
"না এখনও পর্যন্ত এমন কোনো প্ল্যান নাই। আমরা সেটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না । এখনও পর্যন্ত যারা বিদেশি খেলছে সবাই এই আবহাওয়ার সাথে এডজাস্ট করে ফেলেছে। বড় নাম আনলেই ডেলিভার করতে পারবে এমন না।"