লিজেন্ড ৯০ লিগে মুখোমুখি হবেন সাকিব-তামিম
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 3
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 4
রুটকে ঘিরে হেইডেনের রসিক প্রতিশ্রুতি: সেঞ্চুরি না হলে এমসিজিতে নগ্ন হেঁটে যাবেন!
- 5
রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ

লিজেন্ড ৯০ লিগে মুখোমুখি হবেন সাকিব-তামিম
লিজেন্ড ৯০ লিগে মুখোমুখি হবেন সাকিব-তামিম
আসন্ন লিজেন্ড নাইন্টি লিগে মাঠ মাতাবেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিগ বয়েজ ইউনিকারির হয়ে খেলবেন তামিম, টুর্নামেন্টে সাকিবের দল দুবাই জায়ান্টস। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি।
তামিম ইকবাল এবং সাকিব আল হাসান; বাংলাদেশ ক্রিকেটের দুই সেরা খেলোয়াড় আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হওয়া লিজেন্ড নাইনটি লিগে অংশ নেবেন। যা প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট।
সাম্প্রতিক বছরগুলিতে দুজনের মধ্যে টানাপোড়েনের সম্পর্ক। তবে দ্রুতই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাদের একই প্রতিযোগিতায় খেলতে দেখবে কিন্তু ভিন্ন দলের হয়ে। সাত দলের এই টুর্নামেন্টে তামিম খেলবেন বিগ বয়েজ ইউনিকারির হয়ে, সাকিবকে দেখা যাবে দুবাই জায়ান্টসের জার্সিতে।
দুবাই জায়ান্টসে সাকিবের সতীর্থ থিসারা পেরেরা, কেভিন ও'ব্রায়েন, ব্রেন্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাদজা, ডোয়াইন স্মিথ, লিয়াম প্লাঙ্কেটরা।
তামিম ইকবালের সাথে একই দলে বাংলাদেশের আরেক প্রাক্তন আব্দুর রাজ্জাক। ক্রিস গেইল, তিলেকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা, হার্শেল গিবসের মতো তারকা ক্রিকেটাররা বিগ বয়জের স্কোয়াডে।