দলের সাথে হাসান মাহমুদ যাচ্ছেন দুবাই
![দলের সাথে হাসান মাহমুদ যাচ্ছেন দুবাই](https://cricket97.com/public/storage/upload/news/original/10fbd59c-a9a9-4908-9a7c-d9665bae14ae.webp)
দলের সাথে হাসান মাহমুদ যাচ্ছেন দুবাই
দলের সাথে হাসান মাহমুদ যাচ্ছেন দুবাই
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২৩টি ম্যাচ খেলে ৩১ উইকেট নেওয়া হাসান মাহমুদ নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের স্কোয়াডে। দলে না থাকলেও হাসান মাহমুদ যাচ্ছেন দুবাই। তবে টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হওয়ার আগে অবশ্য হাসান ফিরে আসবেন দেশে।
বাংলাদেশের ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে নেই পেসার হাসান মাহমুদ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক প্রস্তুতি পর্বের অংশ হবেন হাসান মাহমুদ। তবে টুর্নামেন্ট শুরু হলে তিনি আবার দেশে ফিরবেন।
তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে সাজানো হয়ে বাংলাদেশ পেস আক্রমণ। তবে বিপিএলে হাসানের দুর্দান্ত ফর্ম তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিমূলক ক্যাম্পে জায়গা করে দিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে রোহিত-কোহলিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে।
রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্তদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।