Image

বাংলাদেশ নারী দলের নতুন হেড কোচ সরোয়ার ইমরান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ নারী দলের নতুন হেড কোচ সরোয়ার ইমরান

বাংলাদেশ নারী দলের নতুন হেড কোচ সরোয়ার ইমরান

বাংলাদেশ নারী দলের নতুন হেড কোচ সরোয়ার ইমরান

বাংলাদেশের টেস্টে অভিষেক ঘটে তার কোচিংয়ে; দেশের অভিজ্ঞ, বর্ষীয়ান কোচ সারোয়ার ইমরানকে জাতীয় নারী দলের কোচিংয়ের দায়িত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হবে হেড কোচ সারোয়ার ইমরানের প্রথম অ্যাসাইনমেন্ট। 

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হেড কোচ হচ্ছেন সারোয়ার ইমরান। তার অধীনে মিরপুর হোম অব ক্রিকেটে অনুশীলনও চলছে। যদিও নিয়োগের বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। 

সারোয়ার সবশেষ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। এবার তিনি পেলেন জাতীয় দলের দায়িত্ব। শ্রীলঙ্কান কোচ হাশান তিলকরত্নের সাথে চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি বিসিবি। তার জায়গায় এবার বসলেন সারোয়ার ইমরান। 

বাংলাদেশের প্রথম টেস্টের কোচ ছিলেন সরোয়ার ইমরান। অনেকের চোখে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের সেরা কোচ সরোয়ার ইমরান। তার কোচিং ক্যারিয়ার সুদীর্ঘকালের। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তিনি বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। ২০১৪ সালে আবার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। 

২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছিল তার উপর। এছাড়া বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতা আছে তার। 

সারোয়ার ইমরান অনূর্ধ্ব-১৯ নারী দলকেও কোচিং করিয়েছেন। এবার জাতীয় নারী দলের দায়িত্ব নিয়ে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করার লক্ষ্যে কাজ করছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three