Image

লিটনকে মিস করবেন সিমন্স; সাকিবকে নিয়ে কিছুই বলবেন না

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 20 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিটনকে মিস করবেন সিমন্স; সাকিবকে নিয়ে কিছুই বলবেন না

লিটনকে মিস করবেন সিমন্স; সাকিবকে নিয়ে কিছুই বলবেন না

লিটনকে মিস করবেন সিমন্স; সাকিবকে নিয়ে কিছুই বলবেন না

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে সময় বাকি নেই ১০ দিনও। দেশের তারকা ওপেনার লিটন দাস নেই স্কোয়াডে, নানা ইস্যুতে দলের বাইরে সাকিব আল হাসানও।  লিটনকে মিস করবেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স; তবে সাকিবকে নিয়ে কোনো কথা বলতে চান না। বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার আগে থেকেই বাংলাদেশ দলের বাইরে সাকিব। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন না সাকিব আল হাসান।

পাকিস্তান, দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরে বাংলাদেশ ভালো করবে বলেই বিশ্বাস হেড কোচ ফিল সিমন্সের, তিনি তো শিরোপা জেতার ব্যাপারেই আত্মবিশ্বাসী। তবে সাকিব আল হাসানের মতো কিংবদন্তির দলে না থাকা বাংলাদেশকে নিশ্চিতভাবেই ব্যাকফুটে রাখবে। 

ফিল সিমন্সের সংবাদ সম্মেলনের শেষ প্রশ্ন, সাকিবের বোলিং সমস্যা না হলে স্কোয়াডে থাকতো কি না? হাসতে-হাসতে সিমন্স বললেন, 'এই প্রশ্নের উত্তর দিতে পারব না।'

দুইবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েও উতরাতে পারেননি সাকিব আল হাসান। বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকায় দল নির্বাচনে সাকিবকে কেবল ব্যাটসম্যান হিসেবে ভাবা যেত। শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর ঝুঁকি শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট নেয়নি, সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে বিসিবি। 

সাকিবকে নিয়ে কথা বলতেই চান না কোচ সিমন্স। তবে লিটনকে তিনি মিস করবেন মেগা ইভেন্টে। লিটন দাসের না থাকার প্রসঙ্গ আসতেই হেড কোচ ফিল সিমন্স বলেন, 

'ওর সাথে আমার কথা হয়েছে। আমি মনে করি দলে না থাকাটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নেবে। সে ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলেও দেখেছি ভালো খেলেছে। এমন একজন খেলোয়াড়কে অবশ্যই মিস করতে হবে। তবে আমরা সবাই জানি, সেও মেনে নিয়েছে যে সে রান করছে না। এ কারণেই দলের বাইরে। আমি জানি সে ঘুরে দাঁড়াতে খুব পরিশ্রম করছে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three