বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি
![বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি](https://cricket97.com/public/storage/upload/news/original/57759ec0-507a-486f-86c7-e944226c273a.webp)
বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি
বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি
বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বকাপের মেগা ইভেন্টে ‘ম্যাচ পাতানোর সমঝোতা ও পরিকল্পনা’সহ পাঁচ অপরাধে দুর্নীতিবিরোধী আইন ভঙ্গ করেছিলেন সোহেলি।
নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানানো হয়েছে।
সোহেলি আক্তার আইসিসির দুর্নীতি দমন কোডের পাঁচটি বিধান লঙ্ঘন করেন, অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়কার।
তিনি আইসিসি এন্টি-করাপশন কোডের পাঁচটি ধারার লঙ্ঘন করার কথা স্বীকার করেছেন।
যে কোডের ধারাগুলি লঙ্ঘন করেছেন-
ধারা ২.১.১: ম্যাচ ফিক্সিং বা যেকোনো উপায়ে আন্তর্জাতিক ম্যাচের ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্যান্য দিক অনৈতিকভাবে প্রভাবিত করা বা এর সঙ্গে জড়িত থাকা, যার মধ্যে ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্স করাও অন্তর্ভুক্ত।
ধারা ২.১.৩: দুর্নীতিতে সম্পৃক্ত হতে অন্য এক খেলোয়াড়কে পারিতোষিক দেয়ার প্রস্তাব। কোনো নির্দিষ্ট ঘটনা নিশ্চিত করার জন্য ঘুষ বা অন্য কোনো পুরস্কার গ্রহণ বা প্রস্তাব দেওয়া।
ধারা ২.১.৪: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অংশগ্রহণকারীকে অনুরোধ, প্ররোচনা, প্রলুব্ধ, নির্দেশনা, পটানো বা উৎসাহ দেয়া কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবস্থা করে দেয়া।
ধারা ২.৪.৪: অ্যান্টি-করাপশন ইউনিটকে (এসিইউ) দুর্নীতির জন্য করা কোনো প্রস্তাব বা আমন্ত্রণের সম্পূর্ণ তথ্য না জানানো।
ধারা ২.৪.৭: অ্যান্টি-করাপশন ইউনিটকে তদন্তে বাধা সৃষ্টি করা বা বিলম্ব করা, যার মধ্যে প্রাসঙ্গিক নথিপত্র বা অন্যান্য তথ্য গোপন করা, বিকৃত করা বা ধ্বংস করাও অন্তর্ভুক্ত।
৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার এরই মধ্যে অপরাধ স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশের হয়ে ২ ওয়ানডে ও ১৩ উইমেন্স টি-টোয়েন্টি খেলা সোহেলি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২২ সালের অক্টোবরে।