অধিনায়ক শান্তকে নিয়ে ইতিবাচক হেড কোচ সিমন্স

অধিনায়ক শান্তকে নিয়ে ইতিবাচক হেড কোচ সিমন্স
অধিনায়ক শান্তকে নিয়ে ইতিবাচক হেড কোচ সিমন্স
বিপিএল শেষ করে বাংলাদেশের খেলোয়াড়রা এখন প্রস্তুতি নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ইতিমধ্যেই প্রস্তুতি ক্যাম্পের দু'দিন পার হয়েছে। দলের হেড কোচ ফিল সিমন্সের অধীনে বিপিএলের ক্লান্তি ভুলে একদম নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আছে আর মাত্র কয়েকটা দিন। টুর্নামেন্টটি হবে ওয়ানডে ফরম্যাটে অথচ গত দেড় মাস ধরে খেলোয়াড়রা ব্যস্ত ছিলো টি-টোয়েন্টিতে। মূল টুর্নামেন্ট শুরুর আগে মাত্র এই কয়দিনের প্রস্তুতি যথেষ্ট কিনা বা ঘাটতি থেকে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেন,
"হ্যাঁ আমি আপনার সাথে একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে তারা ক্রিকেটের মধ্যেই ছিল তাও সাদা বলের ক্রিকেট। তার মানে স্কিলের দিক থেকে তারা শাণিত আছে। আগামী ৬-৭ দিনে মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালোও খেলেছে, এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে।"
বিপিএলের ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে দেখেননি কোচ, "২ দিন হলো ক্যাম্পের। আমি এমন কাউকে দেখিনি যাকে বিপিএলের কারণে ক্লান্ত মনে হচ্ছে। খেলোয়াড়দের সময় দিতে হবে। দীর্ঘ সময় ব্যাটিং, ঠিক জায়গায় বোলিং। ৫০ ওভারের ক্রিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ।"
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে দুবাইয়ে। তাই দুবাইকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ফিল সিমন্স বলেন, "প্রথম প্রস্তুতি দুবাই নিয়ে। রাইট ফ্রেম অব মাইন্ড পেলে, দুবাইয়ে ভালো শুরু পেলে ভালোই হয়। ওখানকার কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো।"
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খুব একটা খেলতে পারেননি তিনি। কিন্তু শান্তর ব্যাপারে যথেষ্ট ইতিবাচক ধারণা রেখেছেন কোচ,
"সে খেলুক বা না খেলুক প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবার কাছ থেকে স্ট্রং মেন্টাল এটিটিউড প্রয়োজন। ৫০ ওভারের ম্যাচ তো হয়নি। সে অনেক ম্যাচ খেলতে পারেনি এটা ঠিক। তবে সে প্রস্তুতি নিয়েছে, সামনেও নিবে।"