এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান মহসিন নাকভি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান মহসিন নাকভি
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান মহসিন নাকভি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এবার পেলেন বড় দায়িত্ব। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি। নতুন চেয়ারম্যানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ আয়োজন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যানের চেয়ারে শাম্মি সিলভার স্থলাভিষিক্ত হলেন মহসিন নাকভি। এই পদে তিনি দুই বছরের জন্য অধিষ্ঠিত থাকবেন। গতকাল আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার শাম্মি সিলভার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত মহাদেশীয় সংস্থার সদস্যদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর মাধ্যমে এসিসির নেতৃত্বে পরিবর্তন নিশ্চিত করা হয়েছে। নাকভি দুই বছরের জন্য এই পদে থাকবেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পিসিবি চেয়ারম্যান নির্বাচিত নাকভি এবার এসিসি চেয়ারম্যান হয়ে বলেন, এই নিয়োগে তিনি "গভীরভাবে সম্মানিত" বোধ করছেন। নতুন দায়িত্ব পাওয়া মহসিন নাকভির বড় অ্যাসাইনমেন্ট সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ আয়োজন করা। যার আয়োজক ভারত।
নাকভির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ আয়োজন। নাকভিকে সিদ্ধান্ত নিতে হবে কোন নিরপেক্ষ দেশ ছয় দলের এশিয়া কাপ আয়োজন করবে। সংযুক্ত আরব আমিরাত ফেভারিট, তবে শ্রীলঙ্কাও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।