নিষেধাজ্ঞা শেষ, আজ ম্যাচ খেলছেন নাসির হোসেন

নিষেধাজ্ঞা শেষ, আজ ম্যাচ খেলছেন নাসির হোসেন
নিষেধাজ্ঞা শেষ, আজ ম্যাচ খেলছেন নাসির হোসেন
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার নাসির হোসেন। চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রুপগঞ্জ টাইগার্সের জার্সিতে ম্যাচ খেলতে নামলেন নাসির।
বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে আবারও ক্রিকেটে ফিরলেন এই অলরাউন্ডার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে হয়েছে তার প্রত্যাবর্তন।
আজ মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের নবম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামে রুপগঞ্জ টাইগার্স। আগে ফিল্ডিংয়ে নেমে বল করতেও দেখা গেছে নাসিরকে। এখন পর্যন্ত ৯ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় শিকার করেন ১ উইকেট।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।
২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হয় আজ। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয়—এ জন্য আইসিসিতেও কথা বলে বিসিবি। সব ঠিক থাকায় আজ ৭ এপ্রিল তাঁর নিষেধাজ্ঞা শেষ। আজই নামলেন ম্যাচ খেলতে।
বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও বিশৃঙ্খলার জন্য বেশি খবরের শিরোনাম হয়েছেন নাসির।