তামিমের ১০৩ রানে লিজেন্ডস অব রূপগঞ্জ জিতল ১০ উইকেটে

তামিমের ১০৩ রানে লিজেন্ডস অব রূপগঞ্জ জিতল ১০ উইকেটে
তামিমের ১০৩ রানে লিজেন্ডস অব রূপগঞ্জ জিতল ১০ উইকেটে
তানজিদ হাসান তামিমের ঝড়ো সেঞ্চুরিতে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ জিতল ১০ উইকেটে। আগে ব্যাটিংয়ে নেমে ১২৯ রানের বেশি করতে পারেনি পারটেক্স। সহজ টার্গেট ১৮.৩ ওভারেই টপকে যায় রূপগঞ্জ, ৫৯ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তানজিদ তামিম।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ দাপুটে পারফর্ম্যান্সে জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মাত্র ৫৯ বল খেলে ৭ ছক্কা ও ১০ চারে ওপেনার তানজিদ তামিম খেলেন ১০৩ রানের ইনিংস। সেঞ্চুরি পেতে তামিমের যখন দরকার ১ রানের, তার দল তখন জয় থেকে দুই রানের দূরত্বে। তামিম এমন সব সমীকরণ মিলিয়ে দেন এক বাউন্ডারিতে।
দলের ১০ উইকেটের জয়ের মুহূর্তে তামিমের নিজের ব্যাটে রান ১০৩। তাকে সঙ্গ দেওয়া আরেক ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২৬ রান। ফলে ৩১.৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত রূপগঞ্জের।
এর আগে শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলামদের বোলিং তোপের সামনে পড়ে ৩৪.৪ ওভারেই ১২৯ রানে গুটিয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। ১০ ওভারে মাত্র ৩৪ রান খরচায় ৪ উইকেট নেন শেখ মেহেদী হাসান। দলের দুই তারকা পেসার শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজার জোড়া শিকার।
পারটেক্সের ব্যাটারদের বিপর্যয়ের দিনে রান পেয়েছেন তিনে নামা রুবেল মিয়া। ৪৮ বল খেলার রুবেলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। এছাড়া যুব বিশ্বকাপ খেলা আহরার আমিন পিয়ান করেন ২৪, শেষদিকে অধিনায়ক আলাউদ্দিন বাবু ১৪ ও শহিদুল ইসলাম ১৯ রান করে দলের সংগ্রহ একশো ছাড়িয়ে নিয়ে যান।