Image

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের সেরা পাঁচে মাইকেল ব্রেসওয়েল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের সেরা পাঁচে মাইকেল ব্রেসওয়েল

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের সেরা পাঁচে মাইকেল ব্রেসওয়েল

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের সেরা পাঁচে মাইকেল ব্রেসওয়েল

অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে তার ব্যাট ও বলের পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। পাশাপাশি আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে ব্রেসওয়েল।

৩৪ বছর বয়সী ব্রেসওয়েল তিন ম্যাচে মোট ৮৫ রান করার পাশাপাশি নিয়েছেন দুটি উইকেট। শেষ ম্যাচে মাত্র ৪০ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল একটি চার ও ছয়টি বিশাল ছক্কা। এই ইনিংসেই নিউজিল্যান্ড তোলে ২৬৪/৮ রান । পরে বল হাতে ৮ ওভারে ৩৯ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ ফাহিম আশরাফের উইকেট।

ব্রেসওয়েল এখন আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন পাঁচ নাম্বরে, টপকে গেছেন সতীর্থ মিচেল স্যান্টনারকেও। ব্যাটারদের র‍্যাংকিংয়ে তার অবস্থান এখন ৮৯তম, যা ১২ ধাপ উন্নতি। বোলারদের তালিকায় তিনি আগের মতোই ১৮তম।

তবে পাকিস্তান সিরিজের সবচেয়ে ভালো খেলেছেন পেসার বেন সিয়ার্স। শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজে মোট ১০ উইকেট শিকার করেন তিনি। ফলে জেতেন সিরিজ সেরার পুরস্কার ও বোলিং র‍্যাংকিংয়ে ৬৪ ধাপ লাফিয়ে এগিয়ে যান।

অন্যদিকে ব্যাটারদের র‍্যাংকিংয়ে বড় কোনো পরিবর্তন আসেনি। ভারতের শুভমান গিল প্রথম স্থান ধরে রেখেছেন। তার পরেই আছেন পাকিস্তানের বাবর আজম ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দুটি ধাপ এগিয়ে এখন ২১তম স্থানে রয়েছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three