টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশে পাকিস্তানের শাকিল ও নোমান
টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশে পাকিস্তানের শাকিল ও নোমান
টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশে পাকিস্তানের শাকিল ও নোমান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলে আইসিসি র্যাংকিংয়ে চমক দেখিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। ব্যাটার সৌদ শাকিল এবং বোলার নোমান আলী দুজনেই ব্যাটার ও বোলার র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে শীর্ষ ১০ এ।
সৌদ শাকিল ও নোমাল আলীর অসাধারণ পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৭ রানের বড় জয় পায় পাকিস্তান। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে যায় পাকিস্তান। সৌদ শাকিল প্রথম ইনিংসে ৮৪ রান করে ৭৫৩ পয়েন্ট নিয়ে সেরা টেস্ট ব্যাটারের র্যাংকিংয়ে ৮ এ উঠে এসেছেন। তার পরে আছেন স্টিভ স্মিথ এবং ১০ এ আছেন রিশাব পান্ট।
ইংল্যান্ডের জো রুট (৮৯৫) এবং হ্যারি ব্রুক (৮৭৬) বিশ্বের সেরা দুই টেস্ট ব্যাটার হিসেবে র্যাংকিংয়ে শীর্ষে ২ এ অবস্থান করছেন। নিউজিল্যান্ডের অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে ৮৬৭ পয়েন্ট নিয়ে আছেন ৩ এ।
এদিকে বোলারদের র্যাংকিংয়ে ৯০৮ পয়েন্ট নিয়ে শীর্ষ বোলারের আধিপত্য বজায় রেখেছেন জাসপ্রিত বুমরাহ। তারপরে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৮৪১)। ৩ এ আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৩৭)। এদিকে, মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ছয় উইকেট শিকারের পর নোমান আলী (৭৬১) শীর্ষ দশে উঠে এসেছেন।
অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে পাকিস্তানের সাজিদ খানের পয়েন্ট ৬২১। তিনি প্রথম টেস্টে পাকিস্তানের জয়ে অসাধারণ পারফরম্যান্সে ১৮ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ২৩ নাম্বারে। জোমেল ওয়ারিক্যান ৫২১ পয়েন্ট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৪১ নাম্বারে আছেন।