আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে সেরা তিনে থিকশানা
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে সেরা তিনে থিকশানা
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে সেরা তিনে থিকশানা
হ্যাটট্রিক করে সর্বশেষ আইসিসি র্যাংকিংয়ে চমক দেখিয়েছেন মাহেশ থিকশানা। চব্বিশ বছর বয়সী এই বোলার প্রথমবারের মতো শীর্ষ তিনে উঠেছেন। ডান হাতি এই অফ-স্পিনার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক ওয়ানডেতে ৭ উইকেট শিকার করেছেন।
আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে থিকশানার পয়েন্ট ৬৬৩। বোলারদোর তালিকায় ৬৬৯ পয়েন্ট নিয়ে ১ নাম্বারে আছেন আফগান স্পিনার রাশিদ খান। ৬৬৫ পয়েন্ট নিয়ে ২ এ আছেন ভারতের কুলদীপ যাদব।
এদিকে নিউজিল্যান্ডের দ্রুত ম্যাট হেনরি র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছেন। ৫৯৯ পয়েন্ট নিয়ে মিচেল স্যান্টনার ২ ধাপ এগিয়ে এখন আছেন ১৫ তম স্থানে। ৭ ওভারে ২৬ রান খরচা করে ৩ উইকেট নিয়ে আসিথা ফার্নান্দো ৩৪ ধাপ এগিয়ে আছেন ৯৭ এ।
আইসিসি ব্যাটার র্যাংকিংয়ে খুব একটা পরিবর্তন হয়নি। কারণ শীর্ষ ১০ অপরিবর্তিত রয়েছে। শীর্ষে থাকা পাকিস্তানের বাবর আজমের পয়েন্ট ৭৯৫। তাছাড়া ভারতীয় ত্রয়ী রোহিত শর্মা ৭৬৫, শুবমান গিল ৭৬৩, এবং ভিরাট কোহলি ৭৪৬। শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা নিউজিল্যান্ড সিরিজে মাত্র চার রান করেছেন। যার মধ্যে দুটি ডাক রয়েছে। যার ফলে র্যাংকিংয়ে ১৮ ধাপ নিচে নেমে গেছেন।
এছাড়া আইসিসি অলরাউন্ডার র্যাংকিংয়ে আফগানিস্তানের তারকা মোহাম্মদ নবী ৩০০ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে (২৯০) পেছনে ফেলে শীর্ষে রয়েছেন।