Image

জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট তিন দিনেই জিতল ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট তিন দিনেই জিতল ইংল্যান্ড

জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট তিন দিনেই জিতল ইংল্যান্ড

জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট তিন দিনেই জিতল ইংল্যান্ড

ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ৪৫ রানের বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। মাত্র ২১ বছর বয়সী অফস্পিনার শোয়েব বাশির দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।

বাশির ৮১ রান দিয়ে ৬ উইকেট নেন, যা তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। এই ম্যাচেই তিনি সবচেয়ে কম বয়সে ৫০ টেস্ট উইকেট নেওয়া ইংলিশ বোলার হিসেবে ইতিহাস গড়েন। এছাড়াও ২২ বছরের আগেই তিনটি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন চতুর্থ ইংলিশ ক্রিকেটার হিসেবে।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে তুলেছিল ২৫৫ রান। যদিও শন উইলিয়ামস ৮৮ বলে ৮২ রানের এক ঝড়ো ইনিংস খেলেন এবং বেন কারানের সঙ্গে ১২২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। কারান ৩৭ রানে আউট হওয়ার আগে দু’বার জীবন পান এবং একবার এলবিডব্লিউর সিদ্ধান্ত বদলান।

তবে লাঞ্চের আগ ও পরে উইলিয়ামস ও কারান—দু’জনকেই ফেরান বাশির। এরপর সিকান্দার রাজা ৬০ রান করলেও অন্যপ্রান্ত থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। হ্যারি ব্রুকের দ্বিতীয় স্লিপে নেওয়া চোখধাঁধানো ক্যাচে বিদায় নেন ওয়েসলি মাধেভেরে। এই উইকেটটি ছিল চোট থেকে ফিরে আসা বেন স্টোকসের তৃতীয় শিকার।

ইংল্যান্ডের পেসাররা যদিও ম্যাচের তৃতীয় দিনে ধারহীন বোলিং করায় সমালোচনার মুখে পড়েন, তবে বাশিরের ঘূর্ণিতে শেষ পর্যন্ত দাপটের সঙ্গেই ম্যাচ শেষ করে ইংল্যান্ড। এই জয় ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের আগে ইংল্যান্ডের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three