Image

দোষ একই, অথচ আলাদা শাস্তি পেলেন কামিন্স-পাতিদার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দোষ একই, অথচ আলাদা শাস্তি পেলেন কামিন্স-পাতিদার

দোষ একই, অথচ আলাদা শাস্তি পেলেন কামিন্স-পাতিদার

দোষ একই, অথচ আলাদা শাস্তি পেলেন কামিন্স-পাতিদার

লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএলের ৬৫ নম্বর ম্যাচে স্লো ওভার রেটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

আইপিএলের কোড অব কনডাক্ট অনুযায়ী, প্রতি ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার সম্পন্ন করা বাধ্যতামূলক। এই নিয়ম ভঙ্গ করলেই সংশ্লিষ্ট দলের অধিনায়ক এবং খেলোয়াড়দের বিরুদ্ধে অর্থদণ্ডসহ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নিয়োগপ্রাপ্ত অধিনায়ক রজত পাতিদারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। কারণ, এটি আরসিবির চলতি আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের অভিযোগ। আইপিএল-এর ন্যূনতম ওভার রেট সংক্রান্ত নিয়ম অনুযায়ী, একাধিকবার এই অপরাধ করলে অধিনায়কের জন্য বড় অঙ্কের জরিমানা নির্ধারিত আছে।

এছাড়া, আরসিবির বাকি একাদশের খেলোয়াড় এবং ম্যাচের ইমপ্যাক্ট প্লেয়ারদের প্রত্যেককেই ৬ লাখ রুপি বা তাদের ম্যাচ ফি-এর ২৫ শতাংশ হারে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্সকেও ধীর ওভার রেটের জন্য ১২ লাখ রুপি জরিমানা গুণতে হয়েছে। যদিও এটি হায়দ্রাবাদের চলতি আসরের প্রথম ধীর ওভার রেট সংক্রান্ত অপরাধ, তবুও আইপিএল-এর ধারা ২.২২ অনুযায়ী অধিনায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ম্যাচ চলাকালীন সময়ে দেখা গেছে, উভয় দলই একাধিকবার বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো এবং কৌশলগত আলোচনার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে আইপিএল কর্তৃপক্ষের এই কঠোর অবস্থান সময়ানুগ ও প্রশংসনীয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বারবার ধীর ওভার রেটের কারণে ম্যাচের গতি কমে যাওয়া এবং দর্শক অভিজ্ঞতা প্রভাবিত হওয়ায়, আইপিএল কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিচ্ছে—নিয়ম ভাঙলে কাউকে রেহাই দেওয়া হবে না। অধিনায়ক থেকে শুরু করে দলের প্রত্যেক খেলোয়াড়কে সজাগ থাকতে হবে যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে খেলা সম্পন্ন হয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three