Image

আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহককে নিয়ে ভারতের টেস্ট দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহককে নিয়ে ভারতের টেস্ট দল ঘোষণা

আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহককে নিয়ে ভারতের টেস্ট দল ঘোষণা

আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহককে নিয়ে ভারতের টেস্ট দল ঘোষণা

নতুন অধিনায়কের সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলও ঘোষণা করেছে। ১৮ জনের দলে ফিরেছেন করুণ নায়ার ও শারদুল ঠাকুর। আইপিএলে রান বন্যায় টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। তবে জায়গা পাননি পেসার মোহাম্মদ শামি।

ইংল্যান্ডে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুবমান গিলকে ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

রোহিত শর্মার অবসরের পর গিলের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা। হিটম্যানের পর শুবমানের উপরেই ভরসা রাখলেন নির্বাচকরা। আর টেস্ট টিমের সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রিশাব পান্টকে। 

ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন শুবমান গিল। ৫৯ ইনিংসে ৩৫.০৫ গড়ে করেছেন ১৮৯৩ রান। শুবমানের ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি। ভবিষ্যতের কথা মাথায় রেখে শুবমানের হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে বিসিসিআই।  

ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৮ সদস্যের দলে করুণ নায়ার, শারদুল ঠাকুর এবং সাই সুদর্শনও রয়েছেন। তবে মোহাম্মদ শামি নেই। আগামী ২০ জুন লিডসে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট।

ইংল্যান্ড সিরিজে ভারতের টেস্ট স্কোয়াড-

শুবমান গিল (অধিনায়ক), রিশাব পান্ট (সহ-অধিনায়ক, উইকেটকিপার), ইয়াশভি জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, করুণ নায়ার, নিতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দ্বীপ, আর্শদ্বীপ সিং, কুলদ্বীপ যাদব।  

Details Bottom