মুস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ করলো দিল্লি ক্যাপিটালস

মুস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ করলো দিল্লি ক্যাপিটালস
মুস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ করলো দিল্লি ক্যাপিটালস
বড় জয়ে শেষ হলো মুস্তাফিজদের আইপিএল ২০২৫। পাঞ্জাবের শীর্ষে উঠার সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে। ২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির ব্যাটসম্যানরা দেখিয়েছেন অসাধারণ প্রতিভা ও ধৈর্য। এর আগে বল হাতে দুর্দান্ত করেন পেসার মুস্তাফিজুর রহমান।
জয়পুরের মানসিং স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বোলিংয়ে মুস্তাফিজ ৪ ওভারে রান দেন ৩৩, বিপরীতে তুলে নেন ৩ উইকেট। ফিজের এমন দাপটের দিনেও ২০৬ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে ৪ উইকেটে ২০৮ রান করে দিল্লি। এরপর তার দল ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব কিংসকে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল।
সামির রিজভী দুর্দান্ত এক অর্ধশতক হাঁকিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। দিল্লির ব্যাটিংয়ে চার উইকেট পড়লেও তারা আত্মবিশ্বাস হারায়নি, আর রিজভীর সেই সাহসী ইনিংসই দিল্লির জয়ের অন্যতম প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায়। ৫ ছক্কা ও ৩ চারে ২৫ বলে ৫৮ রানের ক্যামিও খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন সামির।
জয়ের জন্য ২০৭ রানের টার্গেট তাড়া করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরুটা বেশ ভালই করেছিলেন ওপেনার লোকেশ রাহুল। ২১ বলে ৩৫ রান করে আউট হয়ে যান তিনি। ২৩ রানে অধিনায়ক ফাফ ডু প্লেসি বিদায় নেওয়ার পর সেদিকুল্লাহ অটল ২২ রানের ছোট ইনিংসে অবদান রাখেন। এরপর মিডল ওভারে দলের হাল ধরেন করুণ নায়ার। ২৭ বলে ৪৪ রান করে তিনি দিল্লির ভিতটা বেশ মজবুক করে দিয়েছিলেন।
২৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে নাটকীয় ম্যাচে দিল্লিকে জেতালেন সমীর রিজভি। আইপিএলে এটিই সামিরের প্রথম হাফসেঞ্চুরি। ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের দুয়েই রইল পাঞ্জাব।