বিপিএলে অসম্ভব কাজ সম্ভব করে সোহানের মনে পড়েছে বিশ্বকাপের স্মৃতি
বিপিএলে অসম্ভব কাজ সম্ভব করে সোহানের মনে পড়েছে বিশ্বকাপের স্মৃতি
বিপিএলে অসম্ভব কাজ সম্ভব করে সোহানের মনে পড়েছে বিশ্বকাপের স্মৃতি
বিপিএলে বরিশাল-রংপুর ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। খাতা কলমে বিপিএলে সবচেয়ে শক্তিশালী এই দুই দলের লড়াইয়ে জিতেছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ইনিংসে রোমাঞ্চে ভরা ম্যাচে শেষ বলে জিতেছে দলটি। সোহান নিজেও স্বীকার করেছেন এটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ।
৭ বলে ৩২ রান করা ক্যারিয়ারের মাইলফলকে পৌছানোর ম্যাচেও সংবাদ সম্মেলনে আক্ষেপ প্রকাশ করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। কারণটা ভারতের বিপক্ষে বিশ্বকাপে শেষ ওভারে ২০ রান দরকার ছিল বাংলাদেশের। তখন ও ক্রিজে ছিলেন সোহান। তবে সেই ম্যাচে দেশকে জেতাতে পারেননি এই ব্যাটার। সেই ম্যাচের কথা স্মরণ করে সোহান বলেন,
"এই ম্যাচ জেতানোর পর ওই ম্যাচের কথা মনে পড়ছিল। বিশ্বকাপের মতো জায়গায় ম্যাচটা জেতাতে পারিনি, আফসোস লাগে। অনেক কাছাকাছি গিয়েছিলাম।"
রোমাঞ্চকর শেষ ওভার সম্পর্কে সোহান বলেন, "আগের ওভারে যখন ক্রিজে নেমেছি, খুশদিল দুইটা ছক্কা মারল। ও বলছিল ম্যাচ জেতা সম্ভব। রাব্বি ভাই যখন আসলো, রাব্বি ভাইও বলছিল তুমিই খেলো ছয়টা বল। এরপর যখন প্রথম বল ছক্কা হলো, আত্মবিশ্বাস বেড়েছে।"
ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের দুই রাইভালের ম্যাচ দেখতে অনেকেই নিজের শহর থেকে এসেছেন সিলেটে। তাদের সম্পর্কে সোহান বলেন, "রংপুর ও বরিশালের যে দর্শক, বরিশাল থেকে অনেকে এসেছে, রংপুর থেকেও এসেছে। এটা আমাদের দায়িত্ব কীভাবে তাদের বিনোদন দিচ্ছি, তারা কতটুকু মজা পাচ্ছে।"
রংপুর-বরিশালের এই ম্যাচটার মত উত্তেজনাপূর্ণ ম্যাচ বিপিএলে হলে দর্শকরা উপভোগ করবেন। এমনটাই জানালেন রংপুরের অধিনায়ক, "'বাংলাদেশের মানুষের অনেক আবেগ ক্রিকেটে। এমন ম্যাচ হলে তাঁরা আরও উপভোগ করবে। ক্রিকেট মানুষকে আনন্দ দেয়। মানুষের জীবনে অনেক সমস্যা থাকে। এই খেলার মাধ্যমে হয়ত মন ভালো হয়ে যায়।"