দুই পাওয়ারহাউজের ম্যাচে আগে ব্যাটিংয়ে তামিমের বরিশাল
দুই পাওয়ারহাউজের ম্যাচে আগে ব্যাটিংয়ে তামিমের বরিশাল
দুই পাওয়ারহাউজের ম্যাচে আগে ব্যাটিংয়ে তামিমের বরিশাল
একদিন বিরতির পর আবার মাঠে ফিরল বিপিএল। বিপিএলে শক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা দুই দলের লড়াই আজ, আবারও মুখোমুখি রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। বিগ ম্যাচে টসে জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহান।
দুই দলের আগের দেখায় বড় ব্যবধানেই জিতে রংপুর। মিরপুরে গত ২ জানুয়ারির ম্যাচে রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বরিশাল গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। রংপুর সেই রান তাড়ায় জিতে যায় ৩০ বল বাকি রেখে ৮ উইকেটে।
বিপিএলে নিজেদের আগের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হ্যাটট্রিক হারের স্বাদ দিয়ে চার ম্যাচে তৃতীয় জয়ের দেখা পায় ফরচুন বরিশাল। বিপরীতে, পাঁচ ম্যাচে রংপুর রাইডার্সের ৫ জয়। উড়তে থাকা রংপুরই এখন পর্যন্ত টেবিল টপার।
রংপুর রাইডার্স তাদের সেরা একাদশে এনেছে এক পরিবর্তন। তরুণ ওপেনার আজিজুল হাকিম তামিমকে বাদ দিয়ে নিয়েছে তৌফিক খান তুষারকে।
রংপুর রাইডার্স একাদশ-
অ্যালেক্স হেলস, তৌফিক খান তুষার, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ, কামরুল ইসলাম রাব্বি।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (উইকেটকিপার), কাইল মায়ের্স, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম, জাহানদাদ খান।