সোহানকে সব কৃতিত্ব দিলেন তামিম
সোহানকে সব কৃতিত্ব দিলেন তামিম
সোহানকে সব কৃতিত্ব দিলেন তামিম
জিততে হলে শেষ ওভারে রংপুর রাইডার্সের প্রয়োজন ৬ বলে ২৬ রান। ক্রিজে তখন নুরুল হাসান সোহান। তখনও হয়তো কেউ বিশ্বাস করেননি এই ম্যাচ ও জেতা সম্ভব! তবে ৬টি বাউন্ডারি মেরে সেই অবিশ্বাস্য সমীকরণ মিলিয়ে ফেললেন সোহান। ম্যাচের সব আলো কেড়ে নিলেন নিজের দিকে।
কাইল মায়ার্সের প্রথম বলে ছক্কা মারেন সোহান। তারপর মারেন পরাপর দুটি চার। তখন ই বিশ্বাস জমতে শুরু করে এই ম্যাচ ও জেতা সম্ভব। এরপর পরের বলে আবার ছক্কা। পরের বল চার মারলে শেষ বলে বাকি ২ রান। শেষ বলে ছক্কা মেরেই দলকে জেতান সোহান।
প্রতিপক্ষ ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে ম্যাচ শেষে কিছুটা ক্ষিপ্ত দেখা হলেও ভোলেননি সোহানকে প্রসংশায় ভাসাতে। ম্যাচ শেষে তামিম বলেন, "সোহানকে কৃতিত্ব দিতেই হবে। সে যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য। শেষ ওভারে ২৬ রান। এমন পরিস্থিতিতে বোলারাই সুবিধা পেয়ে থাকে। সেই জায়গায় সোহানই কৃতিত্ব প্রাপ্য।"
আসলেই ভুল কিছু বলেননি তামিম। কেননা সোহানের ৩২ রানের ইনিংসটি ছাপিয়ে গেছে কাইল মায়ার্সের ২৯ বলে ৬১ রানের ইনিংসকেও। এমন পরাজয়ে হতাশ করেও তামিম ইকবাল মেনে নিলেন সোহানের কৃত্বিতের কথা।
বরিশালের বিপক্ষে ৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। তার ইনিংসে ছিলো ৩ টি চার ও ৩ টি ছক্কা। স্ট্রাইক রেটটা ৪৫৭.১৪।