Image

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ায় ১৬ দলের বিশ্বকাপে ১২ দলই উঠছ সুপার সিক্সে। সেখান থেকে ঠিক হবে সেরা চার। সুপার সিক্সে বাংলাদেশের দুই প্রতিপক্ষ পাবে ভারত, শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজকে। 

জয় দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয় বাংলাদেশের। নেপালকে পাত্তা না দিলেও পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে শেষ ওভারে গিয়ে জুনিয়র টাইগ্রেসদের হার ২ উইকেটে। আজ লো-স্কোরিং ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছে ১৮ রানের রোমাঞ্চকর জয়। 'ডি' গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে সুপার সিক্সে গেল বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়েরা আগে ব্যাট করে ১২২ রানের ছোট লক্ষ্য দিয়েও ম্যাচ জিতেছে ১৮ রানে। অধিনায়ক সুমাইয়া আক্তার ৩৬ বলে ২৯ রানে ছিলেন অপরাজিত। তিনে নামা উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে আসে ২০ রানের ইনিংস। আফিয়া আশিমা বিদায় নেন ১৯ বলে ২১ করে। 

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২১ রান করতে পারে বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৯ রানের মাথায় দুই ওপেনারকে হারায় স্কটল্যান্ড। এরপর অবশ্য পিপা স্প্রাউল ও নিয়াম মুইর গড়েন ৫০ রানের জুটি। হাবিবা ইসলাম পিংকি অধিনায়ক নিয়ামকে ২২ রানে ফিরিয়ে ভাঙেন জুটি। আর তাতেই থেমে যায় স্কটিশদের রানের চাকা।  

২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান নিয়ে মাঠ ছাড়ে। ৪১ বল খেলা পিপা স্প্রাউল পেয়েছেন দলের পক্ষে সর্বোচ্চ রান ৪৩। ১৮ রানের জয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে ১ নম্বর গ্রুপে। সেখানে খেলতে হবে দুটি ম্যাচ। এরপর সেমিফাইনাল, ফাইনাল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three