মাদক মামলায় আটক ক্রিকেটার নিকোলাস কিরটন

মাদক মামলায় আটক ক্রিকেটার নিকোলাস কিরটন
মাদক মামলায় আটক ক্রিকেটার নিকোলাস কিরটন
কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কিরটন মাদক–সংশ্লিষ্টতায় গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে কিরটন পুলিশ হেফাজতে আছেন।
বার্বাডোসে জন্মগ্রহণকারী কানাডিয়ান ক্রিকেটার নিকোলাস কিরটন পুলিশ হেফাজতে আছেন। তিনি ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, ২৫.৬৫ গড়ে রান করেছেন ৫৯০। গেল বছর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি।
গত রবিবার বার্বাডোসে ফিরে আসার পর কিরটনকে গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে কিরটন জড়িত, এমন অভিযোগ স্থানীয় সংবাদমাধ্যমের।
সন্দেহভাজন হিসেবে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।