Image

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় জেসি-মুকুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় জেসি-মুকুল

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় জেসি-মুকুল

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় জেসি-মুকুল

পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই টুর্নামেন্টে থাকবে আরও দুই বাংলাদেশি; আম্পায়ার- মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি। এবার প্রথমবারের মতো আইসিসির কোনো বড় আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। 

পাকিস্তানে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। আজ বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে। আসন্ন প্রতিযোগিতার জন্য দায়িত্ব দেয়া হয়েছে ১০ জন আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারিকে।

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৩ সদস্যের ম্যাচ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে আইসিসি। দায়িত্ব পাওয়া বাংলাদেশের দুই আম্পায়ার হলেন মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি। 

১০ আম্পায়ারের মধ্যে পাকিস্তানেরও আছেন দুই জন। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে থেকে আছেন এক জন করে। তিনটি ভিন্ন দেশের তিন ম্যাচ রেফারি আছেন বাছাইপর্বে। পাকিস্তানের আলী নাকভি, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিৎজ ও নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের লাহোরে ৫-১৯ এপ্রিল হবে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে লড়তে হবে নিগার সুলতানাদের। এর মধ্যে দুই ফাইনালিস্ট দল জায়গা পাবে বিশ্বকাপে।

ম্যাচ রেফারি:

আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)

আম্পায়ার:

বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ডেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডোনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), শন হেইগ (নিউজিল্যান্ড)

Details Bottom
Details ad One
Details Two
Details Three