Image

লাহোর কালান্দার্সে রিশাদ হোসেনদের কোচ রাসেল ডোমিঙ্গো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লাহোর কালান্দার্সে রিশাদ হোসেনদের কোচ রাসেল ডোমিঙ্গো

লাহোর কালান্দার্সে রিশাদ হোসেনদের কোচ রাসেল ডোমিঙ্গো

লাহোর কালান্দার্সে রিশাদ হোসেনদের কোচ রাসেল ডোমিঙ্গো

পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এর আসন্ন আসরের জন্য অন্যতম সফল দল লাহোর কালান্দার্স রাসেল ডোমিঙ্গোকে তাঁদের প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছে। ড্যারেন গফ ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাড়ালে নতুন কোচ খুঁজে নিতে হল লাহোরকে। 

গেলবছর গায়ানাতে গ্লোবাল সুপার লিগের সময় ড্যারেন গফকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দেয় লাহোর কালান্দার্স। তাঁকে দীর্ঘ মেয়াদে বিবেচনা করলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান তিনি। 

নতুন কোচ হিসাবে বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গেল ৩ আসরে ২ বার শিরোপা জেতা দলটি ৩য় শিরোপার সন্ধানে থাকবে। 

লাহোর কালান্দার্সে এবার খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদ হোসেনদের কোচ হয়ে বেজায় খুশি ডোমিঙ্গো। 

তিনি বলেন, '২০২৫ পিএসএল মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত। আমি কাজে ফিরতে মরিয়া হয়ে আছি, প্লেয়ার ও ম্যানেজমেন্টদের সাথে দেখা করতে মুখিয়ে আছি। আমরা জানি সমর্থকরা আমাদের সমর্থন করবেন, তাঁদের গর্বিত করতে চেষ্টা করব। 

পিএসএল ১০ এ লাহোর কালান্দার্স তাঁদের মিশন শুরু করবে ১১ এপ্রিল। রাওয়ালপিন্ডিতে সেদিন তাঁদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three