টি-টোয়েন্টির মোমেন্টাম ওয়ানডেতেও, পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টির মোমেন্টাম ওয়ানডেতেও, পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড
টি-টোয়েন্টির মোমেন্টাম ওয়ানডেতেও, পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি সিরিজে পাওয়া মোমেন্টাম ওয়ানডে সিরিজের শুরুতেও ধরে রেখেছে স্বাগতিক নিউজিল্যান্ড। নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাকিস্তানকে প্রথম ওয়ানডেতে ব্ল্যাকক্যাপস হারিয়েছে ৭৩ রানে।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই তাঁরা হারায় ৩ উইকেট। পাকিস্তানের পক্ষে ওয়ানডে অভিষেক হওয়া আকিফ জাভেদ নেন ২ উইকেট। উইল ইয়াং ১, নিক কেলি ১৫ ও হেনরি নিকোলস ১১ রান করে আউট হন।
তবে এরপর চারে নামা মার্ক চ্যাপম্যান ও পাঁচে নামা ড্যারিল মিচেল গড়েন ১৯৯ রানের জুটি। ৮৪ বলে ৪ টি করে চার ও ছক্কাউ ৭৬ রান করে ড্যারিল মিচেল আউট হলেও সেঞ্চুরি করেন চ্যাপম্যান। ১১১ বলে ১৩ চার ও ৬ ছক্কায় খেলেন দাপুটে ১৩২ রানের ইনিংস।
ছয়ে নামা অভিষিক্ত মোহাম্মদ আব্বাসও কম যাননি। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার ২৬ বলে ২০০ স্ট্রাইক রেটে করেন ৫২ রান। ইনিংসে ছিল ৩ টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।
৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে থামে নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন ইরফান খান। ২ টি করে শিকার হারিস রউফ ও আকিফ জাভেদের। ১ টি করে পান নাসিম শাহ ও মোহাম্মদ আলি।
বড় লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানের শুরুটা হয় বেশ। উদ্বোধনী জুটি স্থায়ী হয় ১২.৪ ওভার, আসে ৮৩ রান। তবে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক (৩৬) ও উসমান খান (৩৯) কাছাকাছি সময়ে বিদায় নেন।
জোড়া ধাক্কা সামলান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। এই দুজন ৩য় উইকেট জুটিতে তোলেন ৭৬ রান। ৩০ রান করে ফেরেন রিজওয়ান। তবে ফিফটি তুলে নিয়ে এগিয়ে যেতে থাকেন বাবর।
৪র্থ উইকেট জুটিতে সালমান আলি আগাকে নিয়ে গড়েন ৮৫ রানের জুটি। এই দুজন যখন ব্যাটিংয়ে ছিলেন তখন মনে হচ্ছিল জয়টা পাকিস্তানের নাগালেই আছে। তবে দলীয় ২৪৯ রানের মাথায় ৭৮ রান করা বাবর আজম আউট হবার পরেই হুড়মুড়িয়ে ইনিংস শেষ হয় পাকিস্তানের।
৩ উইকেটে ২৪৯ থেকে দেখতে দেখতে ২৭১ এ অলআউট হয় পাকিস্তান। সালমান আলি আগা ৪৮ বলে ৫৮ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন নাথান স্মিথ। ২ উইকেট নেন জ্যাকব ডুফি। ১ টি করে শিকার উইল ও'রোর্ক, মাইকেল ব্রেসওয়েল ও মোহাম্মদ আব্বাসের।
দাপুটে সেঞ্চুরি করে ম্যাচসেরা হন মার্ক চ্যাপম্যান। ৩ ম্যাচ সিরিজের ২য় ওয়ানডে ২ এপ্রিল, হ্যামিল্টনে।