পরের ম্যাচেও নেই মার্ক চাপম্যান

পরের ম্যাচেও নেই মার্ক চাপম্যান
পরের ম্যাচেও নেই মার্ক চাপম্যান
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারবেন না মার্ক চাপম্যান। প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি এই কিউই ব্যাটার। চাপম্যানের পরিবর্তে ডাকা টিম সেইফার্ট আগামীকাল তৃতীয় ওয়ানডেতে দলের সাথে থাকবেন।
সিরিজের তৃতীয় ওয়ানডে আগামীকাল, ৫ এপ্রিল। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দ্বিতীয় ওয়ানডের মতো এই ম্যাচ থেকেও ছিটকে গেছেন তারকা ব্যাটার মার্ক চাপম্যান। বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক আছেন টিম সেইফার্ট।
ইনজুরির কারণে সিরিজের শেষ ওয়ানডে খেলতে পারবেন না প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা মার্ক চাপম্যান। ১১১ বল খেলে ১৩২ রানের ইনিংস সাজান ১৩টি চার ও ৬ ছক্কায়, এরপর অবশ্য ফিল্ডিংয়ে নেমে চোট পান।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন মার্ক চাপম্যান। এমআরআই স্ক্যানের পর তাঁর চোট ‘লো-গ্রেড টিয়ার’ বলে নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তিনি নেই ওয়ানডের দলে।
চাপম্যানের অনুপস্থিতিতে আগের ম্যাচেই নিউজিল্যান্ডের স্কোয়াডে সুযোগ পান টিম সেইফার্ট।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান পিছিয়ে ২-০ ব্যবধানে। হ্যামিল্টনের সেডন পার্কে কাল হতে যাওয়া তৃতীয় ওয়ানডে পাকিস্তানের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ।