Image

পিএসএলে করাচি কিংসের নতুন হেড কোচ রবি বোপারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএলে করাচি কিংসের নতুন হেড কোচ রবি বোপারা

পিএসএলে করাচি কিংসের নতুন হেড কোচ রবি বোপারা

পিএসএলে করাচি কিংসের নতুন হেড কোচ রবি বোপারা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দশম আসর শুরু হওয়ার আগে প্রধান কোচের নাম প্রকাশ করলো করাচি কিংস। দলের নতুন হেড কোচ হিসেবে রবি বোপারাকে নিয়োগ দিয়েছে তারা। এদিকে মোহাম্মাদ মাশুরকে হাই-পারফরম্যান্স কোচের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে।

রবি বোপারা করাচি কিংসের জন্য পরিচিত একটি নাম। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিনি দলের ক্রিকেটার ছিলেন।  ২০১৬ সালে দলের অধিনায়কও ছিলেন। পরে কোচিংয়ে যোগ দেন। ২০২৩ সালে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার পর ২০২৪ সালে সহকারী কোচের দায়িত্ব পালন করেন। আর এবার তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যদিকে মোহাম্মদ মাশুর আগে করাচি কিংসের ফিল্ডিং কোচ এবং সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এবার তিনি হাই-পারফরম্যান্স কোচের ভূমিকায় নিয়োগ পেয়েছেন। তার এই সম্প্রসারিত ভূমিকা দলের উপর তার দক্ষতা ও বিশ্বাসকে তুলে ধরে।

করাচি কিংসের ম্যানেজমেন্ট নতুন কোচ রবি বোপারার সঙ্গে কাজ করার জন্য উচ্ছ্বসিত এবং তারা সাবেক হেড কোচ ফিল সিমন্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

পিএসএলের দশম আসর ১১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। যেখানে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স মুখোমুখি হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three