Image

টেস্ট দলের ক্যাপ্টেন্সি থেকে ব্র্যাথওয়েটের পদত্যাগ, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হোপ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট দলের ক্যাপ্টেন্সি থেকে ব্র্যাথওয়েটের পদত্যাগ, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হোপ

টেস্ট দলের ক্যাপ্টেন্সি থেকে ব্র্যাথওয়েটের পদত্যাগ, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হোপ

টেস্ট দলের ক্যাপ্টেন্সি থেকে ব্র্যাথওয়েটের পদত্যাগ, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হোপ

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। মোট ৩৯ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দিয়েছেন ব্র্যাথওয়েট। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, তারা আগামী সপ্তাহে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে। এরমাঝেই, শাই হোপকে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত। 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ঘোষণা দেওয়ার পর, নতুন অধিনায়কের অধীনে ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে। 

২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩৯টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেন ব্র্যাথওয়েট। যার মধ্যে দশটিতে জয় এবং ২২টি ম্যাচে হেরেছে তার দল। তিনি ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের পরই ব্র্যাথওয়েট পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন। 

এদিকে, সাদা বলের দলেও নেতৃত্বের পরিবর্তন এসেছে। শাই হোপ ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছাড়াও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রোভম্যান পাওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন। পাওয়েল ২০২৩ সালের মে মাস থেকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন। 

ওয়ানডে অধিনায়ক হোপকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়ার পর বোর্ড জানিয়েছে, প্রধান কোচ ড্যারেন স্যামির পরামর্শ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three