Image

আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ দল, পাকিস্তান সিরিজ নিয়ে চলছে আলোচনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ দল, পাকিস্তান সিরিজ নিয়ে চলছে আলোচনা

আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ দল, পাকিস্তান সিরিজ নিয়ে চলছে আলোচনা

আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ দল, পাকিস্তান সিরিজ নিয়ে চলছে আলোচনা

এ মাসেই আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। পাকিস্তান সফর নিয়ে এখন পর্যন্ত শঙ্কা থাকলেও সংযুক্ত আরব আমিরাতে পূর্ব নির্ধারিত সূচিতেই দুই ম্যাচের সিরিজ খেলবে লিটন দাসের দল। বাংলাদেশ দলের ১৪ মে ঢাকা ছেড়ে যাওয়ার কথা।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। আজ এক বিবৃতিতে, আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সফরের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত জানিয়েছে বিসিবি। 

নির্ধারিত সময়সূচী অনুসারে ইউএই সিরিজ হলেও পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলোচনা চালিয়ে যাচ্ছে। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

আরব আমিরাতে সিরিজ খেলে সেখান থেকেই লিটন-মিরাজদের পাকিস্তানে যাওয়ার কথা; লাহোর ও ফয়সালাবাদে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। কিন্তু বর্তমান যুদ্ধাবস্থায় বিসিবি পাকিস্তানে দল পাঠাবে কি না, সেই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে।

এ নিয়ে আজ সভাপতি ফারুক আহমেদ ও পরিচালকরা জরুরি সভায় বসে মিরপুরের বোর্ড কার্যালয়ে। তবে সভায় পাকিস্তান সফর এখনই স্থগিত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিবি চাইছে আরও কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three