ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
ওয়েস্ট ইন্ডিজ থেকে সাতসকালে এলো আনন্দের সংবাদ। দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৮৪ রানের সংগ্রহ পেয়েও স্পিনত্রয়ী নাহিদা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন মিলে উইন্ডিজের ৭ উইকেট শিকার করে দলকে এনে দেন স্বস্তির এক জয়।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিততে পারলে বাংলাদেশ সরাসরি পাবে বিশ্বকাপে খেলার টিকিট। ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। সফরে অন্তত দুটি ওয়ানডে জিততে হত বাংলাদেশকে। প্রথম ওয়ানডেতে হেরে গিয়ে পরের ম্যাচেই টাইগ্রেসদের দারুণ কামব্যাক।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে নিগার সুলতানার দল। দুই ওপেনার ফারজানা হক ও মুরশিদা খাতুনের ব্যাট থেকে অবশ্য ১৮, ১২ রানের বেশি আসেনি। তিনে নামা শারমিন আক্তারও উইকেট হারান কেবল ১১ রানে। তবে দলকে একা হাতে টেনে নিয়ে যান ক্যাপ্টেন নিগার।
ধীরগতির ইনিংসে এক প্রান্ত আগলে রাখেন বাংলাদেশ অধিনায়ক। ১২০ বলে ৬৮ রান করে নিগার সুলতানা আউট হলে পরের বলেই গুটিয়ে যায় বাংলাদেশ। মাঝে সুবহানা মুস্তারি ২৩, স্বর্না আক্তার ২১ রান করেন। শেষ পর্যন্ত ১৮৪ রানে থামে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং ইনিংস।
চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে বল হাতে বাংলাদেশ দেখায় ম্যাজিক। প্রথম পাওয়ার প্লেতেই উইন্ডিজ হারিয়ে বসে ৩ উইকেট। স্পিনত্রয়ী নাহিদা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন মিলে শিকার করেছেন ৭ উইকেট। পেস বোলিংয়ের ভরসা মারুফা আক্তার পান দুই উইকেট। শুরু থেকে ধুঁকতে ধুঁকতে স্বাগতিকরা ৩৫ ওভারে বেশি খেলতে পারেনি, গুটিয়ে যায় কেবল ১২৪ রানে।