প্রথম সেশনে জয়,মুমিনুলকে হারিয়েও ১৬১ রান লিড বাংলাদেশর

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম সেশনে জয়,মুমিনুলকে হারিয়েও ১৬১ রান লিড বাংলাদেশর

প্রথম সেশনে জয়,মুমিনুলকে হারিয়েও ১৬১ রান লিড বাংলাদেশর

প্রথম সেশনে জয়,মুমিনুলকে হারিয়েও ১৬১ রান লিড বাংলাদেশর

সিলেট টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনের খেলা শেষে টাইগাররা পৌঁছেছে ৪ উইকেটে ৪৪৭ রানে। এর ফলে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখন ১৬১ রানের লিডে এগিয়ে আছে।

সকালে ১৬৯ রানে মাহমুদুল হাসান জয় ও ৮০ রানে মুমিনুল হক অপরাজিত থেকে দিন শুরু করেন। তবে দিনের শুরুতেই আসে ধাক্কা। ব্যক্তিগত ১৭১ রানে টাকারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়। জন্মদিনের দিনে ডাবল সেঞ্চুরির হাতছানি খুব কাছ থেকে মিস করলেন এই ওপেনার।

এরপর মুমিনুলও বেশিদূর যেতে পারেননি। ব্যারি ম্যাকার্থির এক নিখুঁত ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি, ব্যক্তিগত সংগ্রহ ৮২। এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন তিনি, অন্যপ্রান্তে অভিজ্ঞ মুশফিকুর রহিম ছিলেন সাপোর্টিভ ভূমিকায়। দু’জন মিলে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন স্বচ্ছন্দে।

তবে ২৩ রান করে মুশফিক ফিরলে ভাঙে জুটি। এরপর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। শান্ত তখনো আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। ১০টি চার মেরে ৬৯ বলে ৬০ রানে অপরাজিত আছেন তিনি। লিটন দাসও সঙ্গ দিচ্ছেন ১৯ রানে অপরাজিত থেকে।

আয়ারল্যান্ডের হয়ে এ পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন ব্যারি ম্যাকার্থি এবং ম্যাথু হামফ্রেস।

বাংলাদেশের ইনিংসের এই পর্যায়ে স্পষ্ট, ব্যাটারদের নিয়ন্ত্রিত আগ্রাসনে দল শক্ত অবস্থানে রয়েছে। প্রথম ইনিংসে বড় লিড নিয়ে টাইগাররা এখন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দিকেই এগোচ্ছে।