নেলসনে নাটকীয় জয়, সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
2
সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক
-
3
জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
-
4
আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান
-
5
বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ জয়ে অভিষেকের রেকর্ডে উজ্জ্বল ভারত
নেলসনে নাটকীয় জয়, সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
নেলসনে নাটকীয় জয়, সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
তৃতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। রবিবার নেলসনে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। ম্যাচের শেষ ওভারে মাত্র ১২ রানের লক্ষ্য ডিফেন্ড করে আবারও নায়ক হয়েছেন সিমার কাইল জ্যামিসন।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ধসে পড়ে। একপর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৮৮-৮, কিন্তু রোমারিও শেফার্ড ও শামার স্প্রিংগারের ব্যাটে ফিরে আসে লড়াই। এই জুটি মাত্র ৬.৩ ওভারে ৭৮ রান যোগ করে উত্তেজনা ফিরিয়ে আনে ম্যাচে।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। কিন্তু জ্যামিসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম চার বলে আসে মাত্র ২ রান। এরপরই শেফার্ড (৪৯) ক্যাচ তুলে দিয়ে আউট হলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এ ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লেগ স্পিনার ইশ সোধি। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক উইকেটের তালিকায় উঠে যান তৃতীয় স্থানে, তার উইকেট সংখ্যা এখন ১৫৬। তার উপরে রয়েছেন রাশিদ খান (১৮২) ও টিম সাউদি (১৬৪)।
এর আগে কিউই ইনিংসে ডেভন কনওয়ে ৫৬ রান করেন মাত্র ৩৪ বলে। দারিল মিচেল করেন ৪১। মাঝের ওভারে কিছুটা ছন্দ হারালেও শেষ পর্যন্ত দলীয় স্কোর দাঁড়ায় ১৭৭-৯।
শেষদিকে শেফার্ড-স্প্রিংগারের লড়াই ম্যাচ জমিয়ে তুললেও জ্যামিসনের ঠাণ্ডা মাথার বোলিংয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। বোলিংয়ে নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি নেন ৩ উইকেট। সিরিজের চতুর্থ ম্যাচও হবে নেলসনে, সোমবার।
