স্টাম্পিংয়ে মুশফিককে ছাড়িয়ে শীর্ষে লিটন

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
স্টাম্পিংয়ে মুশফিককে ছাড়িয়ে শীর্ষে লিটন

স্টাম্পিংয়ে মুশফিককে ছাড়িয়ে শীর্ষে লিটন

স্টাম্পিংয়ে মুশফিককে ছাড়িয়ে শীর্ষে লিটন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ ফিফটির রেকর্ড এখন লিটন দাসের দখলে। টেস্ট ক্রিকেটে ষষ্ঠ ব্যাটার হিসেবে তিন হাজার রানের মাইলফলকও তার কাছেই, মাত্র ৭১ রান দূরে। সেই মাহেন্দ্রক্ষণের আগে লিটন দাস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমকে পেছনে ফেলে সর্বোচ্চ স্টাম্পিং রেকর্ডে ভাগ বসিয়েছেন। আয়ারল্যান্ডের ব্যাটার অ্যান্ডি লোরকান টাকারকে স্টাম্পড করে রেকর্ডটি নিজের করে নেন লিটন।


সর্বশেষ শ্রীলঙ্কা সফরে গল টেস্টে লাহিরু উদারাকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন লিটন। মুশফিক তখন ১৫টি স্টাম্পডের সঙ্গে শীর্ষে ছিলেন। আয়ারল্যান্ডের ব্যাটার টাকারকে ইনিংসের ৬৮তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড করে লিটন এই রেকর্ড নিজের করে নেন। চার ওভার পর লিটন আরও একটি স্টাম্পিং করেন, মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে দিয়ে। ফলে তার টেস্টে স্টাম্পিং সংখ্যা দাঁড়ায় ১৭টি, যা বাংলাদেশের সর্বোচ্চ।


এই রেকর্ডে লিটন একে একে পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকে, যার স্টাম্পিং সংখ্যা ১৬, খালেদ মাসুদ পাইলট ও নুরুল হাসান ৯ করে, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সেলিম ও শাহরিয়ার হোসেন প্রত্যেকে ১টি করে।


তিনটি সংস্করণ মিলিয়ে বাংলাদেশের স্টাম্পিং রেকর্ড এখনও মুশফিকুর রহিমের কাছে রয়েছে, যিনি মোট ১০১টি স্টাম্পিং করে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছেন। ভারতের মহেন্দ্র সিং ধোনি ১৯৫টি, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ১৩৯টি এবং রমেশ কালুভিতারান ১০১টি স্টাম্পিং দিয়ে মুশফিকের ওপরে আছেন।


বাংলাদেশের কিপারদের মধ্যে সবচেয়ে বেশি স্টাম্পিং নিয়ে একে আছেন মুশফিকুর রহিম, ১০১টি স্টাম্পিং করে। তার পরে অবস্থান করছেন খালেদ মাসুদ, ৪৪টি স্টাম্পিং নিয়ে। লিটন দাসের মোট স্টাম্পিং এখন ৩৪টি, যা তাকে বাংলাদেশের কিপারদের মধ্যে শীর্ষ তিনে নিয়ে এসেছে।


টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্টাম্পিং রেকর্ডধ বার্ট ওল্ডফিল্ডের দখলে, যিনি ৫৪ টেস্টে ৫২ বার স্টাম্পিংয়ে ব্যাটারদের সাজঘরে পাঠাতে সহায়ক ভূমিকা পালন করেছেন।


লিটনের রেকর্ডময় দিনে বাংলাদেশের দুই স্পিনার, মেহেদী হাসান মিরাজ এবং অভিষিক্ত হাসান মুরাদ, আয়ারল্যান্ডের ব্যাটারদের নিয়ন্ত্রণে রেখেছেন। প্রথম দিন শেষে মিরাজ তিনটি এবং মুরাদ দুটি উইকেট নেন। আয়ারল্যান্ড প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৭০ রান তুলতে সক্ষম হয়েছে।