বাংলাদেশের দাপটময় দ্বিতীয় দিন, সেঞ্চুরিয়ান জয় আর আক্ষেপে সাদমান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের দাপটময় দ্বিতীয় দিন, সেঞ্চুরিয়ান জয় আর আক্ষেপে সাদমান
বাংলাদেশের দাপটময় দ্বিতীয় দিন, সেঞ্চুরিয়ান জয় আর আক্ষেপে সাদমান
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটিও ছিল পুরোপুরি বাংলাদেশের দখলে। ব্যাটে-বলে সমান তেজে খেলেছে টাইগাররা। দিনের শুরুতেই মাত্র ১৪ বলের মধ্যে আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নেয় স্বাগতিকরা। এরপর ব্যাট হাতে মাঠে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম যাঁদের জুটিতেই ভর করে বাংলাদেশ ১ উইকেটে ৩৩৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।
ব্যাটিংয়ের উজ্জ্বল নায়ক ছিলেন মাহমুদুল হাসান জয়। ২৮৩ বল খেলে ১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। পাশে থেকে চমৎকার সঙ্গ দিয়েছেন মুমিনুল হক, যিনি ৮০ রানে অপরাজিত আছেন। তবে ব্যক্তিগত সেঞ্চুরির পথে থেমে যেতে হয় সাদমান ইসলামকে, যিনি ৮০ রান করে সাজঘরে ফেরেন। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের ব্যাটিং এবং জুটির গল্প শোনান তিনি।
সাদমান জানান, তাঁর ইনিংসে আক্রমণাত্মক মনোভাব থাকলেও সেটা কোনো পূর্বপরিকল্পনার অংশ ছিল না। তিনি বলেন,
“এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমি আর জয় কথা বলছিলাম যেরকম বল বা উইকেট আমাদের যেমন সাপোর্ট করে বা সকালে যখন ব্যাটিংয়ে নেমেছি তখন ওইরকম সহায়তা ছিল না। আমরা বাউন্ডারি বলগুলো কাজে লাগিয়েছি যার কারণে হয়ত শুরুতে স্কোরটা এত ভালো আসছে।”
দ্রুত রান তোলার পেছনে মূল ভূমিকা ছিল শট বাছাইয়ের সঠিকতা ও আত্মবিশ্বাসী ব্যাটিং। ১০৪ বলে ৮০ রান করা সাদমানের ইনিংস তাই অনেকটাই ওয়ানডে ঘরানার মনে হয়েছে দর্শকদের কাছে।
অপরপ্রান্তে জয় খেলেছেন পরিপূর্ণ টেস্ট ম্যাচ ইনিংস ধৈর্য, কৌশল আর শৃঙ্খলায় ভরা। সতীর্থের এমন ইনিংসের প্রশংসা করতেও ভুলেননি সাদমান। তিনি আশাবাদী, জয় আরও বড় কিছু করবেন।
“আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করছে, এখনো জয় আছে। আশা করি, দোয়া করি জয় যাতে আরও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে।”
তবে নিজের সেঞ্চুরি মিসে কিছুটা আক্ষেপ ঝরে সাদমানের কণ্ঠে। সেই আক্ষেপের মাঝেও ভবিষ্যতের জন্য প্রেরণা খুঁজে পেয়েছেন তিনি।
“অবশ্যই, সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছেন ওইটা নিয়েই...। আমি চেষ্টা করব যদি পরবর্তীতে এরকম জায়গায় থিতু হতে পারি চেষ্টা করব বড় করার।”
দিনশেষে তাই বাংলাদেশের ড্রেসিংরুমে আত্মবিশ্বাসই মূল সুর প্রথম ইনিংসের নিয়ন্ত্রণ এখন দৃঢ়ভাবে টাইগারদের হাতে।
