আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান

আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান

আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান

তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে। মাত্র ১৪৪ রানের লক্ষ্য পাকিস্তান ২২.৫ ওভারে পূর্ণ করে জয় নিশ্চিত করেছে। ম্যাচটি ফয়সালাবাদের ধীরে ওঠা, নিচু পিচে অনুষ্ঠিত হয়েছিল, যা স্পিনারদের জন্য সুবিধাজনক।

দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শক্তিশালী শুরু পেয়েছিল কুইন্টন ডি কক ও লুহান্দ্রে প্রেটোরিয়াসের ৭২ রানের জুটিতে। একটা সময় ২ উইকেটে ১০৬ ছিল প্রোটিয়াদের, সেখান থেকে স্পিনার আবরার আহমেদের চমৎকার স্পিন বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়ারা। আবরার মাত্র ২৭ রানে ৪ উইকেট শিকার করে প্রোটিয়া মিডল অর্ডার একাই ধসিয়ে দেন।  আবরারে সাথে শাহীন শাহ আফ্রিদি ও সালমান আঘাও যোগ দক্ষিণ আফ্রিকা ৩৭.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৫৩ রান আস ডি কক ব্যাট থেকে, দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার ফিফটি করার একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এবং ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হিসেবে মাইলফলক স্পর্শ করেন।

রান তাড়ায় পাকিস্তানের ব্যাটিং শুরু হয়েছিল ধীরে। ফখর জামান ১৪ বল খেলে নান্দ্রে বার্গারের শিকার হন। তবে সাইম আয়ুব ইনিংসের গতিপ্রকৃতি বদলে দেন। ৭০ বল খেলে অপরাজিত ৭৭ রানের ঝড়ো ইনিংসে তিনি ৮টি চার এবং ২টি ছয় হাঁকিয়ে পাকিস্তানকে সহজ জয়ের পথে এগিয়ে নিয়ে যান দলকে। বাবর আজম ২৭ রান করে আউট হলেও আয়ুবের দৃঢ় ও আক্রমণাত্মক ইনিংস পুরো ম্যাচের ভারসাম্য পরিবর্তন করে।

ফয়সালাবাদের পিচে স্পিনারদের জন্য সুবিধা থাকায় আবরার ও সালমান স্পিন পাকিস্তানের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দক্ষিণ আফ্রিকার মিডল ও লোয়ার অর্ডার এই চাপে বিপর্যস্ত হয়। পাকিস্তানের মিডল অর্ডারের স্থিতিশীলতা এবং আয়ুবের আক্রমণাত্মক ব্যাটিং পাকিস্তানকে সহজ জয় তুলে নিতে সহায়তা করে।

পাকিস্তানের এই জয় শুধু সিরিজই নয়, হোম কন্ডিশনে দক্ষিণ আফ্রিকার ওপর আধিপত্যও নিশ্চিত করেছে প্রথমবার ঘরের মাঠে সিরিজ জিতে। স্পিনারদের ধারাবাহিক সাফল্য এবং আয়ুবের আক্রমণাত্মক ইনিংস পাকিস্তানকে ভবিষ্যতের লিমিটেড-ওভার চ্যালেঞ্জে শক্তিশালী অবস্থানে রাখবে।