দিল্লি বিস্ফোরণের পর সতর্ক কলকাতা, ইডেন গার্ডেনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দিল্লি বিস্ফোরণের পর সতর্ক কলকাতা, ইডেন গার্ডেনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

দিল্লি বিস্ফোরণের পর সতর্ক কলকাতা, ইডেন গার্ডেনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

দিল্লি বিস্ফোরণের পর সতর্ক কলকাতা, ইডেন গার্ডেনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতীয় রাজধানী। সোমবার সন্ধ্যার এ ঘটনায় অন্তত আটজন নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছে দেশের নিরাপত্তা বাহিনী। এরই জেরে কলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ঘিরে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা।

১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। দুই দলই এখন কলকাতায় অবস্থান করায় নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, খেলোয়াড়দের যাতায়াত, অনুশীলন ও ম্যাচের দিনগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। ইডেন গার্ডেনের চারপাশে বাড়ানো হয়েছে তল্লাশি এবং সিসিটিভি পর্যবেক্ষণও।

দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সিগন্যালে থেমে থাকা একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। তীব্র সেই বিস্ফোরণে আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধার হওয়া রাসায়নিক উপাদানগুলো দিল্লিজুড়ে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারত বলেও জানিয়েছেন তিনি।

ঘটনার পর কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী মঙ্গলবার ইডেন গার্ডেন পরিদর্শন করবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি ঘনিষ্ঠভাবে কাজ করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। একই সঙ্গে দুই দলের হোটেলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এরই মধ্যে সিএবি ও পুলিশের যৌথ বৈঠকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা হয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ নভেম্বর গুয়াহাটিতে শুরু হবে, এরপর তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

এদিকে, বিস্ফোরণের জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলমান রঞ্জি ট্রফি ম্যাচের নিরাপত্তাও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।