Image

লিটনের ইনিংসে মুগ্ধ মুরালি কার্তিক-সাইমন ডুল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 3 মিনিট আগে
লিটনের ইনিংসে মুগ্ধ মুরালি কার্তিক-সাইমন ডুল

লিটনের ইনিংসে মুগ্ধ মুরালি কার্তিক-সাইমন ডুল

লিটনের ইনিংসে মুগ্ধ মুরালি কার্তিক-সাইমন ডুল

এশিয়া কাপের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেওয়ার ম্যাচে উজ্জ্বল ছিলেন অধিনায়ক লিটন দাস। ম্যাচসেরা এই ব্যাটার খেলেছেন ৫৯ রানের ইনিংস, যেখানে স্ট্রাইক রেট ছিল ১৫১। তার এই ইনিংস মুগ্ধ করেছে সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক ও নিউজিল্যান্ডের সাবেক তারকা সাইমন ডুলকে।

লিটনের ব্যাটিং নিয়ে মুরালি কার্তিক বলেন, “লিটনের ইনিংসটা অমূল্য ছিল। সঙ্গে তার স্ট্রাইক রেটও। বাংলাদেশের সবার মধ্যে তাকে সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়েছে। সে যেভাবে ব্যাট করেছে সেটাই বলে দেয় সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।”

এছাড়া স্পিন খেলার দক্ষতা আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। মুরালির ভাষায়, “সে স্পিনে ভালো খেলে যেটা শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ হবে। আফগানিস্তানের তিনজন ভিন্ন ঘরানার স্পিনার রয়েছে। তাদের সবার গতিও আলাদা, সেক্ষেত্রে লিটনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

অন্যদিকে সাইমন ডুল মনে করেন, নেতৃত্বে থেকেও লিটন সঠিকভাবে সামনে থেকে উদাহরণ তৈরি করেছেন। তিনি বলেন, “যখন আপনি অধিনায়কের দায়িত্ব পাবেন তখন আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। লিটন দারুণ খেলেছে, শেষ করতে আসতে চেয়েছিল কিন্তু যেভাবে সে আউট হয়েছে সেটা ছিল ক্লান্তির একটা শট। যখন তারা ড্রেসিংরুমে যাবে তখন বলবে, এটাই খেলার সঠিক উপায়; এগুলোই ইতিবাচক দিক।”
 

Details Bottom