অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ৩ নতুন মুখ, নেই টিম ডেভিড-স্টয়নিস
- 1
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ৩ নতুন মুখ, নেই টিম ডেভিড-স্টয়নিস
- 2
টেস্ট দলের ক্যাপ্টেন্সি থেকে ব্র্যাথওয়েটের পদত্যাগ, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হোপ
- 3
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেই চাপম্যান
- 4
টানা চতুর্থ মেয়াদে লঙ্কান বোর্ড সভাপতি হলেন শাম্মি সিলভা
- 5
অভিষেক ওয়ানডে খেলে পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন উসমান খান

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ৩ নতুন মুখ, নেই টিম ডেভিড-স্টয়নিস
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ৩ নতুন মুখ, নেই টিম ডেভিড-স্টয়নিস
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। ২৩ জনের এই তালিকায় তিন নতুন মুখ জায়গা পেলেও টিম ডেভিড এবং মার্কাস স্টয়নিসকে চুক্তির জন্য বিবেচনা করা হয়নি।
আজ এক বিবৃতিতে, ২৩ ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশের জার্সিতে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার পেলেন স্যাম কনস্টাস, ম্যাথু কুহনেম্যান ও বিউ ওয়েবস্টার। এই তিন জনই প্রথমবারের মতো জায়গা পেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কনস্টাস এবং ওয়েবস্টার দুর্দান্ত ছিলেন। এছাড়া কুহনেম্যান শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট শিকার করে নির্বাচকদের ভাবনায় আসেন।
নাথান এলিস, ম্যাট শর্ট, জ্যাবিয়ের বার্টলেট লিস্টে তাদের জায়গা ধরে রেখেছেন। তবে আগের মৌসুমে থাকলেও এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অ্যারন হার্ডি, অলরাউন্ডার শন অ্যাবট ও স্পিনার টড মারফি। সাদা বলের দুই তারকা ক্রিকেটার টিম ডেভিড এবং মার্কাস স্টয়নিসকে চুক্তির জন্য বিবেচনা করা হয়নি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৫-২৬ চুক্তির তালিকা-
জ্যাবিয়ের বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুহনেম্যান, মারনাস লাবুশেইন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার, অ্যাডাম জাম্পা।