লাভ নাই তো ভাই, তাও তো কেউ দলে নেয় না, নাসির হোসেন

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 দিন আগে আপডেট: 4 সেকেন্ড আগে
লাভ নাই তো ভাই, তাও তো কেউ দলে নেয় না, নাসির হোসেন

লাভ নাই তো ভাই, তাও তো কেউ দলে নেয় না, নাসির হোসেন

লাভ নাই তো ভাই, তাও তো কেউ দলে নেয় না, নাসির হোসেন

বিপিএলে নোয়াখালীকে হারানোর জন্য ঢাকার জয়ের মূল চাবিকাঠি ছিলো নাসির হোসেনের ব্যাটিং। মাত্র ২১ বলে ফিফটি স্পর্শ করে তিনি এবারের বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। ৫০ বলে ৯০ রানের হার না মানা ইনিংসের মাধ্যমে দলকে সহজেই লক্ষ্য পূরণে পৌঁছে দেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত নাসির হোসেন বলেন, "আগে তো কেউ সুযোগ দেয়নি ৩ নম্বরে (হাসি)। পারফর্ম করলে তো ভালো লাগবেই। টি-টোয়েন্টিতে আমার মনে হয় উপরে রান করা একটু সহজ থাকে। পাওয়ারপ্লেতে ৯ জন ফিল্ডার ভেতরে থাকে, একটু ঝুঁকি নিলে যেভাবে রান করা যায় পাওয়ারপ্লের পর সেভাবে যায় না। আমি সবসময় পাওয়ারপ্লের মধ্যে ব্যাট করা উপভোগ করি। আজকে চেষ্টা করেছি যত রান করা যায়। ব্যাটেও লাগতেছিল, এরপরে সেভাবে হয়ত রান করা যায় না। চেষ্টা করেছি পাওয়ারপ্লের মধ্যে নতুন বল থাকতে থাকতে যত বেশি রান করে নেওয়া যায়।"

নাসির আরো জানান যে শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরি করার মতো অবস্থায় ছিলেন, তবে লক্ষ্য কম হওয়ায় আগে থেকেই জয়ের নিশ্চয়তা ছিল। নোয়াখালীর রান আরও বেশি হলে ম্যাচের উত্তেজনা বাড়ত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "না, দলের যে অবস্থাতে ২-৩ ম্যাচ হেরেছি। মোমেন্টামের জন্য একটা জয় দরকার ছিল।"

এই আসরে প্রথমবার তিন নম্বরে নামার সুযোগ পেয়ে নাসির বলেন, "সিদ্ধান্ত অধিনায়ক (মোহাম্মদ মিঠুন) নিয়েছে। বাঁহাতি কেউ আউট হলে হয়ত ইরফান শুক্কুর যেত, ওদের ডানহাতি বাঁহাতি দুই স্পিনারই ছিল। আমরা একসাথে দুইজন ডানহাতি বা বাঁহাতি ব্যাটার ক্রিজে থাকুক চাইনি।"

নাসির উল্লেখ করেছেন, আগের এনসিএল টি-টোয়েন্টিতে ভালো ছন্দ থাকলেও তিন নম্বরে খেলেননি কারণ সাইফ হাসানই সেই পজিশনে ছিল, "দেখেন আমাদের দলে সাইফ ছিল। ৩ নম্বরে সে ব্যাট করে, সে আন্তর্জাতিক প্লেয়ার জাতীয় দলেও করে। এ কারণেই হয়নি হয়তবা।"

তিনি চার নম্বরে ব্যাট করার সম্ভাবনা সম্পর্কেও বলেন, "এ ধরনের কোনো কথা হয়নি। যেহেতু জাতীয় দলের প্লেয়ার রয়েছে, বিশ্বকাপ দলের প্লেয়ার রয়েছে। তাদেরকে প্রাধান্য দেওয়া হয়।"

নাসির ফিনিশারদের ভূমিকা ও দলের সামগ্রিক পরিকল্পনা নিয়ে বলেন,।"যারা প্রিমিয়ার লিগে ৮০০-৯০০ রান করে তারা অনেকে ৬ নম্বরে এসে ব্যাট করে। তখন ১ ম্যাচ বা ২ ম্যাচে হবে রান করবে। আমার মনে হয় জাতীয় দলে যারা ৬-৭ নম্বরে খেলে, তখন তাদেরকেও প্রিমিয়ার লিগেও সেখানে খেলানো হোক। কারণ ৬ নম্বরে অনেক সময় রান লাগে ৬-৭-৮ করে, অত সহজ না।"