সিলেটকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্রগ্রাম

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 দিন আগে আপডেট: 47 মিনিট আগে
সিলেটকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্রগ্রাম

সিলেটকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্রগ্রাম

সিলেটকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্রগ্রাম

সহজেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো চট্রগ্রাম রয়্যালস। তখন ই শেষ উইকেটে ৯ বলে ২৫ রানের মারকুটে ইনিংস খেলে ম্যাচ জমিয়ে রাখেন খালেদ আহমেদ। তানভীর ইসলামের বলে অ্যাডাম রসিংটনের হাতে খালেদ স্ট্যাম্পিং হলে ভাঙে সিলেটের স্বপ্ন। বিপিএলে সিলেট টাইন্সকে মাত্র ১৪ রানের ব্যবধানে হারিয়েছে চট্রগ্রাম রয়্যালস।

টস জিতে সিলেট টাইটান্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম রয়্যালসের ব্যাটাররা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে। এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাহমুদুল হাসান জয়, যিনি মাত্র ২১ বলে ৪৪ রান করেন এবং অসাধারণ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। এছাড়া ব্যাট হাতে রসিংটন ৩৮ বলে ৪৯ রান করেন। শেষ দিকে ঝড় তোলেন অধিনায়ক শেখ মাহেদী। তিনি খেলেন ১৩ বলে ৩৩ রানের ইনিংস।

সিলেট টাইটান্স বোলারদের মধ্যে রুয়েল মিয়া ৪১ রান খরচ করে ৩ উইকেটে শিকার করে চট্টগ্রামের ব্যাটিংকে কিছুটা বিপর্যস্ত করার চেষ্টা করেন। তবে ক্রমাগত ভালো ব্যাটিং পারফরম্যান্সে চট্টগ্রাম ১৯৮ রানের শক্তিশালী লক্ষ্য স্থাপন করতে সক্ষম হয়।

জবাবে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্সের দলীয় ৪ রানে পারভেজ ইমনকে হারায়। আফিফ হোসেন ৩৩ বলে ৪৬ রান করেন, তবে কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠে না। অন্যান্য ব্যাটাররা মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস প্রদান করতে পারেন। শেষ পর্যন্ত সিলেট ১৯.৪ ওভারে ৯ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

চট্টগ্রাম রয়্যালসের বোলাররা ম্যাচের মূল অবদান রাখেন। আমের জামাল ৪ উইকেট শিকার করে ক্রমাগত চাপ তৈরি করে সিলেটের ব্যাটিং লাইনকে ভেঙে দেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে চট্টগ্রাম।