১৫ বলে ৫০, বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফিফটি পারভেজ ইমনের

১৫ বলে ৫০, বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফিফটি পারভেজ ইমনের
১৫ বলে ৫০, বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফিফটি পারভেজ ইমনের
ঈদ শেষে আজ থেকে আবার মাঠে ফিরছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। বিকেএসপির মাঠে নেমেই আবাহনী লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমনের রেকর্ড। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটার হিসেবে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।
ডিপিএলে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে পঞ্চাশ রান ছুঁয়েছেন পারভেজ হোসেন ইমন। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটার হিসেবে এটিই এখন সবচেয়ে দ্রুততম ৫০ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৪ চার ৬ ছক্কায় মাত্র ২৩ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইমন। দলকে জিতিয়ে আসেন বিনা উইকেটে।
৮৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ম্যাচ জিততে ৬.৪ ওভারের বেশি লাগেনি আবাহনীর। জিশান আলম ১৭ বলে ১৭ রান করলেও আরেক ওপেনার পারভেজ ইমন এদিন চালিয়েছেন তাণ্ডব। প্রথম ৪ বলে ১ রান করা ইমন ফিফটি পূর্ণ করতে বাকি ৪৯ রান করেন কেবল ১১ বল খেলে। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ ৪ ডেলিভারিতে হাঁকান ৪ ছক্কা।
ইনিংসের ৪র্থ ওভারের প্রথম ৪ ডেলিভারিতে জোড়া ৪ ও ৬ হাঁকিয়ে মাত্র ১৫ বলে পেয়ে যান ফিফটি। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটার হিসেবে যা সবচেয়ে দ্রুততম ফিফটি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৮ রান করতেই গুটিয়ে যায় শাইনপুকুর। আবাহনীর বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এছাড়া রাকিবুল হাসান, রিপন মন্ডলের শিকার দু'টি করে উইকেট। আবাহনীর বোলারদের সামনে রীতিমতো বিধ্বস্ত হয়ে মাত্র ২৫.৪ ওভারেই থামে শাইনপুকুরের ইনিংস। কেবল ৩ ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের রানে।