Image

আইসিসি র‍্যাংকিংয়ের টপ টেনে মুস্তাফিজ, বড় লাফ জাকের-তামিমের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 4 মিনিট আগে
আইসিসি র‍্যাংকিংয়ের টপ টেনে মুস্তাফিজ, বড় লাফ জাকের-তামিমের

আইসিসি র‍্যাংকিংয়ের টপ টেনে মুস্তাফিজ, বড় লাফ জাকের-তামিমের

আইসিসি র‍্যাংকিংয়ের টপ টেনে মুস্তাফিজ, বড় লাফ জাকের-তামিমের

চার বছর পর আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নিজের নাম লিখলেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে দারুণ বল করার ফল পেলেন মুস্তাফিজ। টি-টোয়েন্টির বোলাদের র‍্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে দ্য ফিজ এখন ৯ নম্বরে। 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মিতব্যয়ী বোলিংয়ে রেকর্ড গড়েন মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে ৪ ওভারে খরচ করেন মাত্র ৬ রান। বিপরীতে নেন ২ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ কোটা বোলিং করে বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে কম রান খরচের রেকর্ড এটি। পরের ম্যাচে ১৫ রান খরচায় নেন ১ উইকেট। 

এমন দারুণ পারফর্ম্যান্সের সুবাদে ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসার ৯ নম্বরে অবস্থান করছেন। সমান রেটিং পয়েন্ট নিয়ে তার পরের স্থানে ভারতীয় পেসার আর্শদ্বীপ সিং। আইসিসি র‍্যাংকিংয়ে এর আগেও একাধিকবার সেরা দশে ছিলেন মুস্তাফিজ।  

বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক র‍্যাংকিং হালনাগাদের পর উন্নতি হয়েছে অফ স্পিনার শেখ মেহেদী হাসানেরও। তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামও র‍্যাংকিংয়ে এগিয়েছেন। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৬ নম্বরে। রিশাদ হোসেন প্রত্যাশা অনুযায়ী বল করতে না পারায় তিন ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন। তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ২৭ ও তানজিম হাসান সাকিব ৯ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।

অপরদিকে, ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় লাফ দিলেন তানজিদ হাসান তামিম। ১৮ ধাপ উন্নতি করে তামিম ৩৭ নম্বরে উঠে এসেছেন। ১৭ এগিয়েছেন ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় ম্যাচে ফিফটি করে দলকে জেতানো জাকের আলি অনিক। ২২ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন (৬৩ নম্বরে)। তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে আছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three