Image

পাকিস্তানকে বাংলাওয়াশ করতে বাংলাদেশের টার্গেট ১৭৯ রানের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানকে বাংলাওয়াশ করতে বাংলাদেশের টার্গেট ১৭৯ রানের

পাকিস্তানকে বাংলাওয়াশ করতে বাংলাদেশের টার্গেট ১৭৯ রানের

পাকিস্তানকে বাংলাওয়াশ করতে বাংলাদেশের টার্গেট ১৭৯ রানের

গত মে-জুনে লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই জেতে পাকিস্তান। এবার অবশ্য হোম ভেন্যুতে টাইগারদের প্রতিশোধ নেওয়ার পালা। সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে প্রথম দুই ম্যাচেই। মিরপুর শের-ই-বাংলায় আজ শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। 

টসে হেরে আগে ব্যাট করতে নামা পাকিস্তান আজ অবশ্য পেয়েছে বড় সংগ্রহ, ৭ উইকেটে তাদের রান ১৭৮। এবার ব্যাট হাতে বাংলাদেশ দাপট দেখাতে পারলেই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের হারিয়ে হোয়াইটওয়াশ করার সুযোগ টাইগারদের।

অষ্টম ওভারে গিয়ে অবশেষে উইকেটের দেখা পায় বাংলাদেশ। সাইম আইয়ুবকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন একাদশে ফেরা নাসুম আহমেদ। আর তাতে ভাঙল ৮২ রানের উদ্বোধনী জুটি। ১৫ বলে ২১ রান করা সাইম ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন শামীম পাটোয়ারির হাতে।

সাইম আইয়ুবকে ফিরিয়েই ক্ষান্ত হননি নাসুম আহমেদ। ইনিংসের ১২তম ওভারে এসে প্রথম ডেলিভারিতেই তুলে নেন পাকিস্তানের আরেক ওপেনার সাহিবজাদা ফারহানের উইকেট। ২৯ বলে ফিফটি হাঁকানো ফারহান আউট হন নামের পাশে ৬৩ রান রেখে। তিনে নামা পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস আজও ব্যর্থ হয়েছেন চরমভাবে। আগের দুই ম্যাচে ৪ ও ০ করা হারিসের ব্যাট থেকে শেষ ম্যাচে আসে ৫ রান। দলের বাকিদের তান্ডব চালানোর দিনে হারিস ১৪ বল খেলেও কোনো বাউন্ডারি পাননি। 

৩ ছক্কা ও ১ চারে ১৭ বলে ৩৩ রান করে ফেলা হাসান নওয়াজকে ফিরিয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম। পরের ওভারে বল হাতে অ্যাকশনে এসে মোহাম্মদ সাইফউদ্দিন শিকার করেন হোসাইন তালাতকে। ৪ বল খেলা তালাত ১ রানের বেশি করতে পারেননি। ১৬ বলে ২৭ রানের ক্যামিও খেলা মোহাম্মদ নওয়াজ ইনিংসের শেষ ওভারের প্রথম ডেলিভারিতেই তাসকিনের শিকার। 

ফাহিম আশরাফের ইনিংসের শুরু বাউন্ডারি দিয়ে। পরের বলেও লফটেড খেলতে গিয়ে তামিমের হাতে বাউন্ডারি লাইনে ক্যাচ হন। ৩ বলের মধ্যে তাসকিনের শিকার ২ উইকেট।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three