Image

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহ রিয়াদের ‘না’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 18 মিনিট আগে
বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহ রিয়াদের ‘না’

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহ রিয়াদের ‘না’

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহ রিয়াদের ‘না’

সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের ম্যাচ রেফারি হিসেবে গড়ে তুলতে বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে উদ্দেশ্যে শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনের বিশেষ প্রশিক্ষণ ও কর্মশালা। যেখানে অংশগ্রহণের জন্য বিসিবি আমন্ত্রণ জানিয়েছিল জাতীয় দলের একঝাঁক সাবেক ক্রিকেটারকে। তবে আমন্ত্রণ পেয়েও সাড়া দেননি সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ।

বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে সরাসরি যোগাযোগ করা হলেও মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ দিতে চান। ফলে ম্যাচ রেফারির প্রশিক্ষণ কার্যক্রমে যোগ দেওয়া হয়নি তাঁর।

প্রশিক্ষণ ও কর্মশালায় মাহমুদউল্লাহ ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম ও ইলিয়াস সানির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে আরও ৩০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার অংশ নিচ্ছেন এ আয়োজনে, যাঁরা ভবিষ্যতে ম্যাচ রেফারি হিসেবে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, হাবিবুল বাশার দীর্ঘদিন ছিলেন বিসিবির জাতীয় দলের নির্বাচক প্যানেলে, বর্তমানে তিনি নারী উইংয়ের হয়ে গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করছেন। আর আবদুর রাজ্জাক এখনো নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাহমুদউল্লাহ দেশের হয়ে খেলেছেন ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে এবং ১৪১টি টি-টোয়েন্টি। নেতৃত্ব দিয়েছেন তিন ফরম্যাটেই। চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া লিগে খেলাটা চালিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ম্যাচ রেফারিংয়ে আগ্রহ না দেখালেও, বিসিবির ভবিষ্যত পরিকল্পনায় তাঁকে সম্পৃক্ত করার প্রচেষ্টা চলতে থাকবে বলেই মনে করছে বোর্ড সংশ্লিষ্টরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three