Image

আইসিসি র‍্যাংকিংয়ে জাকের আলির বড় লাফ, পিছিয়েছেন শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 15 ঘন্টা আগেআপডেট: 43 মিনিট আগে
আইসিসি র‍্যাংকিংয়ে জাকের আলির বড় লাফ, পিছিয়েছেন শান্ত

আইসিসি র‍্যাংকিংয়ে জাকের আলির বড় লাফ, পিছিয়েছেন শান্ত

আইসিসি র‍্যাংকিংয়ে জাকের আলির বড় লাফ, পিছিয়েছেন শান্ত

শ্রীলঙ্কা সফরটা বাংলাদেশ দলের জন্য সুখকর হয়নি, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে কিছু আশার আলো দেখা যাচ্ছে। ওয়ানডে সিরিজ শেষে আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে জাকের আলির। ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমেও নিয়মিত রান করে ৩২ ধাপ এগিয়েছেন তিনি। এখন বিশ্বের ৫৯তম সেরা ওয়ানডে ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন এই ডানহাতি।

প্রথম ম্যাচে টপ অর্ডারের ধসের মধ্যে ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জাকের। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও যথাক্রমে ২৪ ও ২৭ রান করেন, সবই দলের বিপর্যয়ের মধ্যে। তার এই ধারাবাহিকতা র‍্যাংকিংয়ে মিলিয়ে দিয়েছে পুরস্কার।

অন্যদিকে, সিরিজের একমাত্র জয় এনে দেওয়া ম্যাচে ৫১ রানের ইনিংসসহ দুই ম্যাচেই ফিফটি হাঁকানো তাওহিদ হৃদয় এগিয়েছেন সাত ধাপ, অবস্থান করছেন ৫১ নম্বরে। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমও প্রথম ওয়ানডেতে ৬২ রান করে নজর কাড়েন। তার উন্নতি ১৯ ধাপ, এখন তিনি আছেন ৮৫ নম্বরে। যদিও একই অবস্থানে আছেন ফর্মহীন সৌম্য সরকারও, যিনি পিছিয়েছেন সাত ধাপ।

টপ অর্ডারের ব্যর্থতা সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে শান্ত ও লিটন দাসের র‍্যাংকিংয়ে। তিন ম্যাচে রান না পাওয়া শান্ত নেমে গেছেন ৩৪ নম্বরে, আর প্রথম ম্যাচেই ‘ডাক’ খেলে বাদ পড়া লিটন ৮ ধাপ পিছিয়ে এখন ৭৮ নম্বরে।

সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। শেষ ওয়ানডেতে ঝলমলে সেঞ্চুরিসহ ১২৪ রানের ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় ১০ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন দশে। আর প্রথম ম্যাচে সেঞ্চুরি ও শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করা চারিথ আসালাঙ্কা দুই ধাপ এগিয়ে অবস্থান করছেন ছয়ে।

বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এসেছে তরুণ তানজিম হাসানের কাছ থেকে। তিন ম্যাচে ৬ উইকেট তুলে নিয়ে তিনি উঠে এসেছেন ৯২তম স্থানে, ১৮ ধাপ এগিয়ে। তাসকিন আহমেদ কিছুটা উন্নতি করে এখন ২৬ নম্বরে থাকলেও, পিছিয়েছেন মুস্তাফিজুর (৪৬ নম্বরে) ও মেহেদী হাসান মিরাজ (২৯ নম্বরে)।

সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়া লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা বোলিং তালিকায় ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে। দলে জায়গা করে নেওয়া বাঁহাতি স্পিনার তানভির ইসলাম এখনো র‍্যাংকিংয়ে ঢুকতে না পারলেও, ৫ উইকেটসহ নজর কেড়েছেন যথেষ্ট।

র‍্যাংকিংয়ের শীর্ষে ব্যাটারদের মধ্যে রয়েছেন ভারতের শুবমান গিল এবং বোলারদের তালিকায় প্রথমেই আছেন লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three