Image

পাঁচ পরিবর্তন নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাঁচ পরিবর্তন নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

পাঁচ পরিবর্তন নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

পাঁচ পরিবর্তন নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ। সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে প্রথম দুই ম্যাচেই। মিরপুর শের-ই-বাংলায় আজ শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। পাঁচ পরিবর্তন নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ। আগের ম্যাচে বেঞ্চে থাকা সবাই আজ খেলছেন। 

গত মে-জুনে লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই জেতে পাকিস্তান। এবার অবশ্য হোম ভেন্যুতে টাইগারদের প্রতিশোধ নেওয়ার পালা। টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ফলে শুরুতেই ব্যাটিংয়ে নামতে হচ্ছে সালমান আলি আঘার দলকে। সিরিজ জয়ের উইনিং কম্বিনেশন ধরে রাখেনি বাংলাদেশ, একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। 

বাদ পড়লেন ওপেনার পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। এই পাঁচের পরিবর্তে খেলছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। 

পাকিস্তনের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি–টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাই সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে টাইগারদের।

বাংলাদেশ একাদশ-

নাইম শেখ, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three