জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপসের পরিবর্তে ব্রেসওয়েল
- 1
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের শক্তিশালী ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা
- 2
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা
- 3
পাকিস্তানকে বাংলাওয়াশ করতে বাংলাদেশের টার্গেট ১৭৯ রানের
- 4
ভবিষ্যতের কথা চিন্তা করেই পরীক্ষা-নিরীক্ষা বাংলাদেশের, তাই ৫ পরিবর্তন
- 5
এশিয়া কাপ, বিশ্বকাপের প্রস্তুতির জন্য মিরপুরের উইকেট আদর্শ নয়: সালমান আলি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপসের পরিবর্তে ব্রেসওয়েল
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপসের পরিবর্তে ব্রেসওয়েল
আসন্ন জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টে চোট পাওয়া গ্লেন ফিলিপসের জায়গায় নিউজিল্যান্ড দলভুক্ত হয়েছেন মাইকেল ব্রেসওয়েল। বুলাওয়েতে শুরু হতে যাওয়া এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামছে কিউইরা।
মূলত, ইংল্যান্ডে 'দ্য হান্ড্রেড' লিগে খেলার কারণে এই সিরিজে ব্রেসওয়েলের খেলার সম্ভাবনা ছিল না। তবে তিনি আগে থেকেই জিম্বাবুয়েতে ছিলেন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাওয়া কিউই দলের সঙ্গে। সময়সূচিতে সামঞ্জস্য আসায় তাকে প্রথম টেস্টে অন্তর্ভুক্ত করতে কোনো দ্বিধা করেননি কোচ রব ওয়াল্টার।
ওয়াল্টার বলেন, "গ্লেনের ইনজুরির ফলে টেস্ট দলে একটি জায়গা খালি হয়, আর মাইকেল হচ্ছেন সবচেয়ে উপযুক্ত বিকল্প। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।"
গ্লেন ফিলিপস ইনজুরিতে ভুগছেন, যা তিনি পেয়েছিলেন ১৩ জুলাই মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলার সময়।
প্রথম টেস্ট শেষে আবার ইংল্যান্ড ফিরে যাবেন ব্রেসওয়েল, যেখানে তিনি ‘সাউদার্ন ব্রেভ’-এর হয়ে হান্ড্রেডে খেলবেন।