Image

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপসের পরিবর্তে ব্রেসওয়েল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 17 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপসের পরিবর্তে ব্রেসওয়েল

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপসের পরিবর্তে ব্রেসওয়েল

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপসের পরিবর্তে ব্রেসওয়েল

আসন্ন জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টে চোট পাওয়া গ্লেন ফিলিপসের জায়গায় নিউজিল্যান্ড দলভুক্ত হয়েছেন মাইকেল ব্রেসওয়েল। বুলাওয়েতে শুরু হতে যাওয়া এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামছে কিউইরা।

মূলত, ইংল্যান্ডে 'দ্য হান্ড্রেড' লিগে খেলার কারণে এই সিরিজে ব্রেসওয়েলের খেলার সম্ভাবনা ছিল না। তবে তিনি আগে থেকেই জিম্বাবুয়েতে ছিলেন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাওয়া কিউই দলের সঙ্গে। সময়সূচিতে সামঞ্জস্য আসায় তাকে প্রথম টেস্টে অন্তর্ভুক্ত করতে কোনো দ্বিধা করেননি কোচ রব ওয়াল্টার।

ওয়াল্টার বলেন, "গ্লেনের ইনজুরির ফলে টেস্ট দলে একটি জায়গা খালি হয়, আর মাইকেল হচ্ছেন সবচেয়ে উপযুক্ত বিকল্প। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।"

গ্লেন ফিলিপস ইনজুরিতে ভুগছেন, যা তিনি পেয়েছিলেন ১৩ জুলাই মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলার সময়।

প্রথম টেস্ট শেষে আবার ইংল্যান্ড ফিরে যাবেন ব্রেসওয়েল, যেখানে তিনি ‘সাউদার্ন ব্রেভ’-এর হয়ে হান্ড্রেডে খেলবেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three